ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

তার কাছে সব সনদ পাওয়া যেতো

  • আপডেট সময় : ০১:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খিলক্ষেত মোহাম্মদীয়া চৌরাস্তার খাঁ পাড়ায় ‘ওপেন টেলিকম’ নামের একটি স্টেশনারি দোকানের মালিক মো. সালাউদ্দিন (৩২) । এ দোকানে তৈরি হতো প্রায় সব ধরনের জাল নথি। টাকার বিনিময় এক বছর ধরে সে জাল সনদ ও ডকুমেন্টস তৈরির ব্যবসা চালিয়ে আসছিল। অবশেষে গ্রেফতার হয়েছে সিআইডির হাতে।
গতকাল রোববার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি প্রতারক চক্র প্রায় এক বছর ধরে ওপেন টেলিকম নাম দিয়ে একটি কম্পিউটার কম্পোজ এবং স্টেশনারি দোকান খুলে ব্যবসার অন্তরালে বিভিন্ন সরকারি ডকুমেন্টস জালিয়াতির মাধ্যমে বানিয়ে আসছিল। এই চক্রের মূলহোতা মো. সালাউদ্দিন। সে খিলক্ষেত মোহাম্মদীয়া চৌরাস্তার খাঁ পাড়ায় ওই দোকান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, স্নাতক সনদসহ এনআইডি, নিয়োগপত্র, ট্রেড লাইসেন্সও বানিয়ে দিতো। সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম, টিম ৩-এর এএসপি দেলোয়ার আহম্মদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে এসএসসি, এইচএসসি ও স্নাতকের ১৭টি ভুয়া সনদ, ভুয়া ট্রেড লাইলেন্স, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র ও ১৫টি চাকরির নিয়োগপত্র ও দুটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তার কাছে সব সনদ পাওয়া যেতো

আপডেট সময় : ০১:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : খিলক্ষেত মোহাম্মদীয়া চৌরাস্তার খাঁ পাড়ায় ‘ওপেন টেলিকম’ নামের একটি স্টেশনারি দোকানের মালিক মো. সালাউদ্দিন (৩২) । এ দোকানে তৈরি হতো প্রায় সব ধরনের জাল নথি। টাকার বিনিময় এক বছর ধরে সে জাল সনদ ও ডকুমেন্টস তৈরির ব্যবসা চালিয়ে আসছিল। অবশেষে গ্রেফতার হয়েছে সিআইডির হাতে।
গতকাল রোববার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি প্রতারক চক্র প্রায় এক বছর ধরে ওপেন টেলিকম নাম দিয়ে একটি কম্পিউটার কম্পোজ এবং স্টেশনারি দোকান খুলে ব্যবসার অন্তরালে বিভিন্ন সরকারি ডকুমেন্টস জালিয়াতির মাধ্যমে বানিয়ে আসছিল। এই চক্রের মূলহোতা মো. সালাউদ্দিন। সে খিলক্ষেত মোহাম্মদীয়া চৌরাস্তার খাঁ পাড়ায় ওই দোকান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, স্নাতক সনদসহ এনআইডি, নিয়োগপত্র, ট্রেড লাইসেন্সও বানিয়ে দিতো। সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম, টিম ৩-এর এএসপি দেলোয়ার আহম্মদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে এসএসসি, এইচএসসি ও স্নাতকের ১৭টি ভুয়া সনদ, ভুয়া ট্রেড লাইলেন্স, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র ও ১৫টি চাকরির নিয়োগপত্র ও দুটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।