ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন যে তথ্য দিলেন মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৭:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতি জনমনে প্রশ্ন, কবে দেশে ফিরবেন লন্ডনে অবস্থান সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান। এ বিষয়ে এবার নতুন তথ্য দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

মির্জা ফখরুল আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তিনি দেশে ফিরবেন।’

এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন।

এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনো ট্রাভেল পাস চাননি, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার।’

অন্যদিকে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, ‘এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। তবে সিদ্ধান্ত দল ও পরিবারের।’

২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি।

সেই থেকে গত প্রায় দেড় যুগ ধরে লন্ডনে রয়েছেন তারেক রহমান। গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তার দেশে ফেরার খবর শোনা যাচ্ছে। কিন্তু গণঅভ্যুত্থানের ১৪ মাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে এ ব্যাপারে চূড়ান্ত কোনো খবর মিলছে না।

এসি/আপ্র/০২/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

একই দিনে দুই ভোট, যে চার প্রশ্ন থাকবে গণভোটে: ইসির বিজ্ঞপ্তি

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন যে তথ্য দিলেন মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতি জনমনে প্রশ্ন, কবে দেশে ফিরবেন লন্ডনে অবস্থান সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান। এ বিষয়ে এবার নতুন তথ্য দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

মির্জা ফখরুল আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তিনি দেশে ফিরবেন।’

এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন।

এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনো ট্রাভেল পাস চাননি, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার।’

অন্যদিকে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, ‘এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। তবে সিদ্ধান্ত দল ও পরিবারের।’

২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি।

সেই থেকে গত প্রায় দেড় যুগ ধরে লন্ডনে রয়েছেন তারেক রহমান। গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তার দেশে ফেরার খবর শোনা যাচ্ছে। কিন্তু গণঅভ্যুত্থানের ১৪ মাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে এ ব্যাপারে চূড়ান্ত কোনো খবর মিলছে না।

এসি/আপ্র/০২/১২/২০২৫