ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে’

  • আপডেট সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন তিনি।

বাবর বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ তিনি দ্রুত দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে; লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তবে পরিস্থিতি উত্তরণে সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে চান।

এ ছাড়াও মন্ত্রণালয়কে বাবর জানান, পার্শ্বর্বতী দেশে বসে শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পগোষ্ঠী বৈঠক করেছে—যারা নির্বাচন বানচাল করতে চায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পান।

এর আগে, ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

ওআ/আপ্র/১৪/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে’

আপডেট সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন তিনি।

বাবর বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ তিনি দ্রুত দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে; লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তবে পরিস্থিতি উত্তরণে সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে চান।

এ ছাড়াও মন্ত্রণালয়কে বাবর জানান, পার্শ্বর্বতী দেশে বসে শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পগোষ্ঠী বৈঠক করেছে—যারা নির্বাচন বানচাল করতে চায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পান।

এর আগে, ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

ওআ/আপ্র/১৪/০৯/২০২৫