ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

তামিম-সাকিবদের কোচের পদ ছাড়লেন ডমিঙ্গো

  • আপডেট সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব পালনের কথা থাকলেও কোচ হিসেবে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত মঙ্গলবার রাতে তিনি বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রোটিয়া কোচ ডমিঙ্গো। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। রোববার মিরপুর টেস্ট শেষ হওয়ার পরপরই বড়দিনের ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে যান ডমিঙ্গো। সেখান থেকে মঙ্গলবার পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হওয়ার দিনই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে পারে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও একই ইঙ্গিত করেছিলেন। তবে জালাল ইউনুসের কথায় অনেকটাই পরিষ্কার হয়ে যায় ডোমিঙ্গো আর থাকছেন না। তিনি বলেছিলেন, ‘টিমের ওপর ইমপ্যাক্ট থাকে আমাদের এমন কোচ দরকার। বিশ্বকাপ ব্যর্থতার জেরে ২০১৯ সালের সেপ্টেম্বরে স্টিভ রোডসকে ছাঁটাই করে ডমিঙ্গোকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। তার অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জেতে নিউজিল্যান্ডের মাটিতে, দক্ষিণ আফ্রিকায় জেতে ওয়ানডে সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে রাসেল ডমিঙ্গোর জায়গায় টি-২০ দলের দায়িত্ব দেওয়া হয় ভারতের শ্রীধরন শ্রীরামকে। তখন ডমিঙ্গো একটি সংবাদমাধ্যমকে হোয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিসিবি’তে আমার সময় শেষ।’ দায়িত্বে থাকছেন না বললেও পরে ডমিঙ্গো তা অস্বীকার করেছিলেন। তার সঙ্গে বিসিবি’র চুক্তি বাতিল কিংবা ডমিঙ্গোর পদত্যাগের ক্ষেত্রে কিছু শর্ত ছিল। ওই শর্তের কারণে ভারত সিরিজ শেষ করেই পদত্যাগ করলেন তিনি।
ফিরতে পারেন কোচ হাথুরু: গত অক্টোবরে সিডনিতে দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে কোচ হয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবি থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছিলেন, উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। অবশেষে সেই ‘উপযুক্ত সময়’ বোধহয় চলে এসেছে। ফের সাকিবদের প্রধান কোচ হয়েই ফিরতে পারেন সাবেক এই লঙ্কান কোচ। যদিও হাথুরুসিংহে ছাড়াও অস্ট্রেলিয়ার মাইক হাসি ও দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারের নাম রয়েছে সম্ভাব্য তালিকায়। টেস্টের জন্য খ-কালীন হিসেবে ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ মাইক হাসিকেও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিসিবি সূত্রের খবর, সম্ভাবনা হাথুরুসিংহেরই বেশি। নতুন বছরেই তাঁর সঙ্গে চুক্তি হতে পারে বিসিবির। সে ক্ষেত্রে ওয়ানডে আর টেস্টের জন্য প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তামিম-সাকিবদের কোচের পদ ছাড়লেন ডমিঙ্গো

আপডেট সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব পালনের কথা থাকলেও কোচ হিসেবে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত মঙ্গলবার রাতে তিনি বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রোটিয়া কোচ ডমিঙ্গো। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। রোববার মিরপুর টেস্ট শেষ হওয়ার পরপরই বড়দিনের ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে যান ডমিঙ্গো। সেখান থেকে মঙ্গলবার পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হওয়ার দিনই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে পারে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও একই ইঙ্গিত করেছিলেন। তবে জালাল ইউনুসের কথায় অনেকটাই পরিষ্কার হয়ে যায় ডোমিঙ্গো আর থাকছেন না। তিনি বলেছিলেন, ‘টিমের ওপর ইমপ্যাক্ট থাকে আমাদের এমন কোচ দরকার। বিশ্বকাপ ব্যর্থতার জেরে ২০১৯ সালের সেপ্টেম্বরে স্টিভ রোডসকে ছাঁটাই করে ডমিঙ্গোকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। তার অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জেতে নিউজিল্যান্ডের মাটিতে, দক্ষিণ আফ্রিকায় জেতে ওয়ানডে সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে রাসেল ডমিঙ্গোর জায়গায় টি-২০ দলের দায়িত্ব দেওয়া হয় ভারতের শ্রীধরন শ্রীরামকে। তখন ডমিঙ্গো একটি সংবাদমাধ্যমকে হোয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিসিবি’তে আমার সময় শেষ।’ দায়িত্বে থাকছেন না বললেও পরে ডমিঙ্গো তা অস্বীকার করেছিলেন। তার সঙ্গে বিসিবি’র চুক্তি বাতিল কিংবা ডমিঙ্গোর পদত্যাগের ক্ষেত্রে কিছু শর্ত ছিল। ওই শর্তের কারণে ভারত সিরিজ শেষ করেই পদত্যাগ করলেন তিনি।
ফিরতে পারেন কোচ হাথুরু: গত অক্টোবরে সিডনিতে দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে কোচ হয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবি থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছিলেন, উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। অবশেষে সেই ‘উপযুক্ত সময়’ বোধহয় চলে এসেছে। ফের সাকিবদের প্রধান কোচ হয়েই ফিরতে পারেন সাবেক এই লঙ্কান কোচ। যদিও হাথুরুসিংহে ছাড়াও অস্ট্রেলিয়ার মাইক হাসি ও দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারের নাম রয়েছে সম্ভাব্য তালিকায়। টেস্টের জন্য খ-কালীন হিসেবে ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ মাইক হাসিকেও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিসিবি সূত্রের খবর, সম্ভাবনা হাথুরুসিংহেরই বেশি। নতুন বছরেই তাঁর সঙ্গে চুক্তি হতে পারে বিসিবির। সে ক্ষেত্রে ওয়ানডে আর টেস্টের জন্য প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু।