ক্রীড়া ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হুট করে প্রচণ্ড বুকে ব্যথা শুরু হওয়ায় সোমবার হাসপাতালে ভর্তি হন তামিম। পরে জানা যায়, তার হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনারের হার্টে রিং পরানো হয়েছে। এখন সাভারে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন তামিম। তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি।
“মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে-ইনশাল্লাহ।” ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন এবং তা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মাঠ থেকে আসার পথে টানা ২০ মিনিট সিপিআর দেওয়া হয় তামিমকে। হাসপাতালে আনার পর পরীক্ষায় একটি ব্লক ধরা পড়ে। সেটায় শতভাগ ব্লক থাকায় একটি রিং পরানো হয়েছে।
সকালের চেয়ে তুলনামূলক ভালো আছেন তিনি, এই মুহূর্তে ২৪ ঘণ্টার জন্য তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর রাজীব প্রেস ব্রিফিংয়ে জানান, তামিমের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়, সময় লাগবে। একসময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চরিত্রদের একজন মাশরাফি এখন গোটা দেশের বিশাল এক জনগোষ্ঠির কাছে খলনায়ক। জুলাই-অগাস্টের আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিলেন তিনি। খুনের মামলার আসামি মাশরাফি অনেক দিন ধরেই লোকচক্ষুর আড়ালে আছেন।