প্রযুক্তি ডেস্ক: নিউজিল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ ওটাগো’র নতুন এক গবেষণায় উঠে এসেছে, গাঁজা ও তামাক উভয়ই মানবদেহের ফুসফুসের ক্ষতি করে। তবে এরা সেই ক্ষতি করে ভিন্ন ভিন্ন উপায়ে।
বর্তমানে গোটা বিশ্বে যখন গাঁজার ব্যবহার আরো সাধারণ হয়ে উঠছে তখন এ গবেষণাকে ‘যুগান্তকারী’ বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
এ গবেষণার লেখক ও ‘ইউনিভার্সিটি অফ ওটাগো’র অধ্যাপক বব হ্যানকক্স বলেছেন, দীর্ঘ সময় ধরে গাঁজা সেবনের ফলে ফুসফুস অতিরিক্ত ফুলে যায় এবং বায়ু চলাচলের পথে আরো বাধা তৈরি হয়, যেটি তামাকের ক্ষতির চেয়ে বেশি। গাঁজা ফুসফুসের অক্সিজেন শোষণের সক্ষমতাও কমিয়ে দেয়, যা আগে কেবল তামাক সেবনের কারণে হয় বলে মনে করা হত।
গবেষণায় ‘ডুনেডিন মাল্টিডিসিপ্লিনারি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডি’র তথ্য ব্যবহার করেছেন গবেষকরা, যেখানে ১৯৭২ থেকে ১৯৭৩ সালে নিউজিল্যান্ডের ডুনেডিনে জন্ম নেওয়া এক হাজারেরও বেশি মানুষের তথ্য খতিয়ে দেখেছেন তারা।
এসব মানুষকে ৪৫ বছর বয়স পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছে, যা গাঁজার জীবনভর ব্যবহার ও ফুসফুসের কার্যক্ষমতা নিয়ে করা সবচেয়ে পূর্ণাঙ্গ গবেষণাগুলোর একটি।
গবেষণার প্রায় ৭৫ শতাংশ অংশগ্রহণকারী জীবনে অন্তত একবার গাঁজা ব্যবহার করেছিলেন। তবে এর আগে অনেক জায়গায় গাঁজা অবৈধ হওয়ার কারণে ফুসফুসের স্বাস্থ্যের ওপর গাঁজার প্রভাব নিয়ে সীমিত পরিসরে গবেষণা হয়েছে।
গাঁজা বেশি সেবনকারীদের মধ্যে ‘বং লাং’ নামে এক ধরনের বিশেষ ফুসফুসের ক্ষতি লক্ষ্য করেছেন চিকিৎসকরা, যা এক ধরনের অতি মাত্রার ‘ইম্ফাইসিমা’। এ নতুন গবেষণায় পাওয়া ফুসফুসের বিভিন্ন সমস্যা ‘বং লাং’-এর প্রথম সতর্ক সংকেত হতে পারে।
ইম্ফাইসিমা হচ্ছে ফুসফুসের দীর্ঘমেয়াদি এক রোগ, যা সাধারণত ধূমপান বা বায়ু দূষণের কারণে হয়। এ রোগে ফুসফুসের ভেতরের ‘এয়ার স্যাক’ বা বাতাস ধারণকারী ছোট ছোট বিভিন্ন থলি ধ্বংস হতে থাকে।
এ গবেষণার ফলাফল আগের কিছু গবেষণার বিষয়ও নিশ্চিত করেছে, যেখানে দেখা গিয়েছে গাঁজা ও তামাক ভিন্নভাবে ফুসফুসের ক্ষতি করে।
অধ্যাপক হ্যানকক্স সতর্ক করে বলেছেন, যারা গাঁজা ও তামাক দুটোই সেবন করেন, দুটির মিলিত ক্ষতির শিকার হতে পারেন তারা। তবে গাঁজা ফুসফুসকে তামাকের চেয়ে ভিন্নভাবে কেন ক্ষতি করে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। বর্তমানে অনেক দেশ গাঁজা সংক্রান্ত আইন শিথিল করছে। ফলে গবেষকরা বলছেন, গাঁজার স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এ গবেষণা গাঁজা ও তামাক কীভাবে আলাদা উপায়ে ফুসফুসের ক্ষতি করে তা বোঝার ক্ষেত্রে গবেষকদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ গবেষণার বিভিন্ন ফলাফল জনস্বাস্থ্য নীতি ও চিকিৎসা পরামর্শ দিতে সাহায্য করতে পারে, বিশেষ করে বর্তমানে যখন গাঁজা ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে। গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘আমেরিকান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’-এ।
সানা/ওআ/আপ্র/০৯/০৯/২০২৫