ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

তানজানিয়ায় ফরাসি দূতাবাসের কাছে হামলায় পুলিশসহ নিহত ৪

  • আপডেট সময় : ১১:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ায় ফরাসি দূতাবাসের কাছে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা এবং একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানির এক সদস্য। স্থানীয় সময় গত বুধবার দেশটির বাণিজ্যিক রাজধানী ডের এস সালামে ওই হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান নিশ্চিত করেছেন।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বলেন, হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে। এছাড়া সেখানকার পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে রয়েছে। টুইট বার্তায় প্রেসিডেন্ট হাসান বলেন, নিহত তিন পুলিশ সদস্য এবং এসজিএ সিকিউরিটি কোম্পানির এক সদস্যের মৃত্যুর ঘটনায় পুলিশ সার্ভিস এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ডের এস সালামের সালেন্ডা এলাকায় এক সশস্ত্র ব্যক্তির হামলায় তারা নিহত হয়েছেন।
এক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী কী উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছেন তা এখনও পরিষ্কার নয়। পুলিশ অপারেশনের প্রধান লিবারেটাস সাবাস জানিয়েছেন, এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলাকারী চিৎকার করে বলছিলেন তিনি পুলিশ কর্মকর্তাদের হত্যা করতে চান। সে সময় ফরাসী মিশন এবং এর কাছাকাছি ব্যাংকে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই বন্দুকধারীকে থামানোর চেষ্টা করেন। এই ঘটনার পর ওই এলাকায় অবস্থানরত নিজ নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

তানজানিয়ায় ফরাসি দূতাবাসের কাছে হামলায় পুলিশসহ নিহত ৪

আপডেট সময় : ১১:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ায় ফরাসি দূতাবাসের কাছে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা এবং একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানির এক সদস্য। স্থানীয় সময় গত বুধবার দেশটির বাণিজ্যিক রাজধানী ডের এস সালামে ওই হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান নিশ্চিত করেছেন।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বলেন, হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে। এছাড়া সেখানকার পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে রয়েছে। টুইট বার্তায় প্রেসিডেন্ট হাসান বলেন, নিহত তিন পুলিশ সদস্য এবং এসজিএ সিকিউরিটি কোম্পানির এক সদস্যের মৃত্যুর ঘটনায় পুলিশ সার্ভিস এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ডের এস সালামের সালেন্ডা এলাকায় এক সশস্ত্র ব্যক্তির হামলায় তারা নিহত হয়েছেন।
এক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী কী উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছেন তা এখনও পরিষ্কার নয়। পুলিশ অপারেশনের প্রধান লিবারেটাস সাবাস জানিয়েছেন, এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলাকারী চিৎকার করে বলছিলেন তিনি পুলিশ কর্মকর্তাদের হত্যা করতে চান। সে সময় ফরাসী মিশন এবং এর কাছাকাছি ব্যাংকে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই বন্দুকধারীকে থামানোর চেষ্টা করেন। এই ঘটনার পর ওই এলাকায় অবস্থানরত নিজ নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।