বিদেশের খবর ডেস্ক : তানজানিয়ার ভিক্টোরিয়া লেকে প্রিসিশন এয়ারের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যেই বিমানবন্দরে অবতরণ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখান থেকে এখন পর্যন্ত ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কেউ নিহত হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।
সেখানের আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, বিমানটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট ও দুই কেবিন ক্রুসহ ৪৩ জন ছিলেন।
তিনি বলেন, এরই মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উদ্ধার কাজ চলমান রয়েছে। পাশাপাশি পাইলটের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।
জানা গেছে, প্লেনটি বাণিজ্যিক রাজধানী দার-এস-সালাম থেকে ছেড়ে যায়। এরপর বুকোবাতে ঝড় ও ভারি বৃষ্টির কারণে সকালের দিকে ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়।
কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগালে বলেন, আমরা বেশ কয়েকজনকে বাঁচাতে পেরেছি।
বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্লেনটির অধিকাংশই লেকের পানিতে ডুবে গেছে। শুধু প্লেনের পেছনের অংশ পানির ওপরে রয়েছে।