ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতের হুমকি চীনের

  • আপডেট সময় : ১২:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে ‘সামরিক সংঘাতে’ জড়াতে পারে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিং গ্যাং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাইওয়ান ইস্যুটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বারুদবাক্সের সমতুল্য। তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটে, তবে চীন-যুক্তরাষ্ট্রের মতো বড় দুটি দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
তাইওয়ান দ্বীপ নিয়ে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নতুন করে এমন সতর্কবার্তা দিলেন কিং গ্যাং। তাইওয়ানকে নিজের বিচ্ছিন্ন প্রদেশে হিসেবে বিবেচনা করে থাকে বেইজিং। যদিও তা অস্বীকার করে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে আসছে দ্বীপটির সরকার। গত নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানের স্বাধীনতার জন্য যেকোনও সমর্থন হবে ‘আগুন নিয়ে খেলা। আর যারা আগুন নিয়ে খেলবে তারাই পুড়ে যাবে’। এমন পরিস্থিতিতে চীনা রাষ্ট্রদূত কিং গ্যাং শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে তাইওয়ানের বর্তমান প্রশাসনের দোষারোপ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সমর্থন এবং উৎসাহে তাইওয়ানের প্রশাসন স্বাধীনতার এজেন্ডা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। কিং গ্যাং আরও যুক্ত করেন, চীনের সঙ্গে তাইওয়ান কার্ড নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত কিং এর এমন বক্তব্যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সবশেষে গত সপ্তাহে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের ৩৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে তাইপে। তার আগে গত বছরের শেষ দিকে রেকর্ড সংখ্যক যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটে। সূত্র: দ্য গার্ডিয়ান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতের হুমকি চীনের

আপডেট সময় : ১২:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে ‘সামরিক সংঘাতে’ জড়াতে পারে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিং গ্যাং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাইওয়ান ইস্যুটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বারুদবাক্সের সমতুল্য। তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটে, তবে চীন-যুক্তরাষ্ট্রের মতো বড় দুটি দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
তাইওয়ান দ্বীপ নিয়ে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নতুন করে এমন সতর্কবার্তা দিলেন কিং গ্যাং। তাইওয়ানকে নিজের বিচ্ছিন্ন প্রদেশে হিসেবে বিবেচনা করে থাকে বেইজিং। যদিও তা অস্বীকার করে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে আসছে দ্বীপটির সরকার। গত নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানের স্বাধীনতার জন্য যেকোনও সমর্থন হবে ‘আগুন নিয়ে খেলা। আর যারা আগুন নিয়ে খেলবে তারাই পুড়ে যাবে’। এমন পরিস্থিতিতে চীনা রাষ্ট্রদূত কিং গ্যাং শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে তাইওয়ানের বর্তমান প্রশাসনের দোষারোপ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সমর্থন এবং উৎসাহে তাইওয়ানের প্রশাসন স্বাধীনতার এজেন্ডা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। কিং গ্যাং আরও যুক্ত করেন, চীনের সঙ্গে তাইওয়ান কার্ড নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত কিং এর এমন বক্তব্যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সবশেষে গত সপ্তাহে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের ৩৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে তাইপে। তার আগে গত বছরের শেষ দিকে রেকর্ড সংখ্যক যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটে। সূত্র: দ্য গার্ডিয়ান।