এনডিটিভি : তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে একটি বিল উত্থাপন করছে যুক্তরাষ্ট্র। যদি এই বিল পাস হয় তাহলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি বিলটি অগ্রসর হতে থাকে তাহলে এটি চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে ব্যাপকভাবে নাড়া দেবে । একটি সিনেট কমিটি বুধবার তাইওয়ানকে সরাসরি বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করতে একটি বিল উত্থাপনের প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করেছে। কিন্তু নতুন আইনের মাধ্যমে আগামী চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৫০ কোটি ডলার সামরিক সহায়তা পাবে তাইওয়ান। এছাড়া চীন যদি দ্বীপটি দখলের জন্য শক্তি প্রয়োগ করে তবে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবেও বলে জানিয়েছে ওয়াশিংটন।