ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
তলে তলে আপস’ কেন বলেছেন রহস্য ভাঙলেন ওবায়দুল কাদের

তলে তলে আপস’ কেন বলেছেন রহস্য ভাঙলেন ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘আমেরিকার সঙ্গে তলে তলে আপস হয়ে গেছে’—সমালোচনার মুখে এই বক্তব্যের ব্যাখ্যা দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার দাবি, ‘খেলা হবে’র মতো জনপ্রিয় করতে বক্তব্যে একথা বলেছেন তিনি। এর মানে এই নয় যে ভারত কিংবা যুক্তরাষ্ট্রের কেউ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।
তিনি বলেন, তলে তলে শব্দটা অনেকেই নেতিবাচকভাবে নিচ্ছে। তলে তলে বলেছি যেন সেটা পাবলিক খায়। সেজন্যই তো বলি খেলা হবে। আপস মানে ক্ষমতায় বসাবে, এটা উদ্ভট কল্পনা। গতকাল বৃহস্পতিবার সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচন হবে। আওয়ামী লীগ দেশের জনগণের শক্তিতে বিশ্বাসী, বিদেশিদের নয়। তিনি বলেন, আমি যে কথাটা বলছি সেটা আপনারা অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের বিষয় কিন্তু এক সপ্তাহে পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে কিছু একটা হচ্ছে, আমি যে কথাটা বলেছি ভুল বলিনি। এর আগে মঙ্গলবার বিকালে আমিন বাজারে দলের শান্তি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওবায়দুল কাদের বলেছিলেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এর তিন দিনের মাথায় বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা যে সেলফি তুলেছেন এই নিয়ে তখনো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়ায়ও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বুঝাতে চেয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন অনুষ্ঠানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করলে জবাব দেয়ার জন্য সরকার এবং আওয়ামী লীগ প্রস্তুত আছে। আমরা চাই একটি শান্তি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এ নির্বাচনে সরকার শুধু রুটিন ওয়ার্ক কাজ করবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তলে তলে আপস’ কেন বলেছেন রহস্য ভাঙলেন ওবায়দুল কাদের

তলে তলে আপস’ কেন বলেছেন রহস্য ভাঙলেন ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ‘আমেরিকার সঙ্গে তলে তলে আপস হয়ে গেছে’—সমালোচনার মুখে এই বক্তব্যের ব্যাখ্যা দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার দাবি, ‘খেলা হবে’র মতো জনপ্রিয় করতে বক্তব্যে একথা বলেছেন তিনি। এর মানে এই নয় যে ভারত কিংবা যুক্তরাষ্ট্রের কেউ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।
তিনি বলেন, তলে তলে শব্দটা অনেকেই নেতিবাচকভাবে নিচ্ছে। তলে তলে বলেছি যেন সেটা পাবলিক খায়। সেজন্যই তো বলি খেলা হবে। আপস মানে ক্ষমতায় বসাবে, এটা উদ্ভট কল্পনা। গতকাল বৃহস্পতিবার সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচন হবে। আওয়ামী লীগ দেশের জনগণের শক্তিতে বিশ্বাসী, বিদেশিদের নয়। তিনি বলেন, আমি যে কথাটা বলছি সেটা আপনারা অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের বিষয় কিন্তু এক সপ্তাহে পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে কিছু একটা হচ্ছে, আমি যে কথাটা বলেছি ভুল বলিনি। এর আগে মঙ্গলবার বিকালে আমিন বাজারে দলের শান্তি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওবায়দুল কাদের বলেছিলেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এর তিন দিনের মাথায় বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা যে সেলফি তুলেছেন এই নিয়ে তখনো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়ায়ও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বুঝাতে চেয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন অনুষ্ঠানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করলে জবাব দেয়ার জন্য সরকার এবং আওয়ামী লীগ প্রস্তুত আছে। আমরা চাই একটি শান্তি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এ নির্বাচনে সরকার শুধু রুটিন ওয়ার্ক কাজ করবে।