ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

তবু আয় বাড়ছে ফেসবুকের

  • আপডেট সময় : ১০:১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বিতর্কিত বেশ কিছু ঘটনা সত্ত্বেও গত তিন মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আয় কমেনি। সম্প্রতি একটি পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, গত তিন মাসে তাদের উপার্জন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
ফেসবুকের দাবি, গত ৯০ দিনে তারা আয় করেছে ৯০০ কোটি ডলার। গত বছর এই সময়ে তাদের উপার্জন ছিল ৭৮০ কোটি ডলার।
বিবিসি জানায়, সোমবার কয়েক ঘণ্টার ট্রেডিংয়ে ফেসবুকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ।
সম্প্রতি আইওএস ১৪ অপারেটিং সিস্টেমে নতুন প্রাইভেসি আপডেট করার জন্য ক্ষতির মুখে পড়ে ফেসবুক। সেই আপডেটের কারণে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য টার্গেট অ্যাড সীমিত হয়ে পড়েছিল। বিভিন্ন উপাত্ত অনুযায়ী দেখা যায়, যুক্তরাষ্ট্রের বাইরে কটূক্তি ও অশ্লীলতা বন্ধে নিয়মিত মডারেশনে ব্যর্থ হয়েছে ফেসবুক। কয়েক দিন আগে ফেসবুকের প্রায় ১৮ কোটি ব্যবহারকারীর ডাটা বেআইনিভাবে সংগ্রহ ও পাচারের অভিযোগে ইউক্রেনের নাগরিক আলেক্সান্ডার সোলেনচেঙ্কোর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গত সোমবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিনিয়োগকারীদের সঙ্গে একটি কনফারেন্সে বলেন, ‘আমরা একটি সমন্বিত আক্রমণের শিকার হয়েছি। যেখানে আমাদের কিছু ডকুমেন্ট চুরি করে ফেসবুকের বিরুদ্ধে একটি মিথ্যা চিত্র দাঁড় করানোর অপচেষ্টা হয়েছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তবু আয় বাড়ছে ফেসবুকের

আপডেট সময় : ১০:১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

প্রযুক্তি ডেস্ক : বিতর্কিত বেশ কিছু ঘটনা সত্ত্বেও গত তিন মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আয় কমেনি। সম্প্রতি একটি পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, গত তিন মাসে তাদের উপার্জন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
ফেসবুকের দাবি, গত ৯০ দিনে তারা আয় করেছে ৯০০ কোটি ডলার। গত বছর এই সময়ে তাদের উপার্জন ছিল ৭৮০ কোটি ডলার।
বিবিসি জানায়, সোমবার কয়েক ঘণ্টার ট্রেডিংয়ে ফেসবুকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ।
সম্প্রতি আইওএস ১৪ অপারেটিং সিস্টেমে নতুন প্রাইভেসি আপডেট করার জন্য ক্ষতির মুখে পড়ে ফেসবুক। সেই আপডেটের কারণে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য টার্গেট অ্যাড সীমিত হয়ে পড়েছিল। বিভিন্ন উপাত্ত অনুযায়ী দেখা যায়, যুক্তরাষ্ট্রের বাইরে কটূক্তি ও অশ্লীলতা বন্ধে নিয়মিত মডারেশনে ব্যর্থ হয়েছে ফেসবুক। কয়েক দিন আগে ফেসবুকের প্রায় ১৮ কোটি ব্যবহারকারীর ডাটা বেআইনিভাবে সংগ্রহ ও পাচারের অভিযোগে ইউক্রেনের নাগরিক আলেক্সান্ডার সোলেনচেঙ্কোর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গত সোমবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিনিয়োগকারীদের সঙ্গে একটি কনফারেন্সে বলেন, ‘আমরা একটি সমন্বিত আক্রমণের শিকার হয়েছি। যেখানে আমাদের কিছু ডকুমেন্ট চুরি করে ফেসবুকের বিরুদ্ধে একটি মিথ্যা চিত্র দাঁড় করানোর অপচেষ্টা হয়েছে।’