ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

তন্নী হয়ে প্রশংসিত সাফা

  • আপডেট সময় : ০৪:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সাফা কবির এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন। কয়েকদিন আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে তার নতুন নাটক ‘হ্যাপা’। এই নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। মাত্র ছয়দিন আগে ইউটিউবে প্রকাশিত ‘হ্যাপা’ নাটকটি এরইমধ্যে ২৭ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

নাটকে সাফা কবিরের বিপরীতে আছেন মুশফিক ফারহান। এই নাটক নিয়ে এরইমধ্যে সাফা কবির দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে লিখেছেন, ‘তন্নীকে কেমন লাগলো সবার? হ্যাপা দেখা হয়েছেতো? জবাবে সাড়া দিয়েছেন ভক্তরাও। সাফার ফেসবুক পোস্টে তার ভক্তরা জানাচ্ছেন, নাটকে প্রিয় অভিনেত্রীর চিরত্রটি খুব মনে ধরেছে সবার। সাফা কবির বলেন, ‘সত্যি বলতে আমি যখন কোনো কাজ করি প্রথমেই ভাবি আমার চরিত্রটিকে দর্শক কীভাবে নেবেন, সেটা। দর্শক চরিত্রটির সঙ্গে কানেক্ট হবেন কি না। কারণ সব পরিশ্রম তো দর্শকের আনন্দ বা ভালো লাগার জন্যই। সেই ভাবনা থেকে ‘হ্যাপা’ নাটকে অভিনয় করেছি। এর গল্প ও চরিত্রগুলো সুন্দর। টিমটা ভালো ছিল। কাজ করে নিজেও তৃপ্তি পেয়েছি।’

‘আমার সহশিল্পী মুশফিক ফারহানকেও ধন্যবাদ। কারণ এই নাটকে আমাদের কাজের রসায়নটা চমৎকার ছিলো। আশা করি আগামীতেও আমরা একসঙ্গে আরো ভালো ভালো গল্পে কাজ করব’- যোগ করেন সাফা। এদিকে কিছুদিন আগেই সাফা কবির ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ ‘বেড নং ৩’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেই বিঞ্জে মুক্তি পেয়েছে সাফা কবির অভিনীত ‘প্রতিধ্বনি’ নাটকটি। এটি নির্মাণ করেছেন শিকদার ডায়মন্ড।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তন্নী হয়ে প্রশংসিত সাফা

আপডেট সময় : ০৪:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: সাফা কবির এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন। কয়েকদিন আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে তার নতুন নাটক ‘হ্যাপা’। এই নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। মাত্র ছয়দিন আগে ইউটিউবে প্রকাশিত ‘হ্যাপা’ নাটকটি এরইমধ্যে ২৭ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

নাটকে সাফা কবিরের বিপরীতে আছেন মুশফিক ফারহান। এই নাটক নিয়ে এরইমধ্যে সাফা কবির দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে লিখেছেন, ‘তন্নীকে কেমন লাগলো সবার? হ্যাপা দেখা হয়েছেতো? জবাবে সাড়া দিয়েছেন ভক্তরাও। সাফার ফেসবুক পোস্টে তার ভক্তরা জানাচ্ছেন, নাটকে প্রিয় অভিনেত্রীর চিরত্রটি খুব মনে ধরেছে সবার। সাফা কবির বলেন, ‘সত্যি বলতে আমি যখন কোনো কাজ করি প্রথমেই ভাবি আমার চরিত্রটিকে দর্শক কীভাবে নেবেন, সেটা। দর্শক চরিত্রটির সঙ্গে কানেক্ট হবেন কি না। কারণ সব পরিশ্রম তো দর্শকের আনন্দ বা ভালো লাগার জন্যই। সেই ভাবনা থেকে ‘হ্যাপা’ নাটকে অভিনয় করেছি। এর গল্প ও চরিত্রগুলো সুন্দর। টিমটা ভালো ছিল। কাজ করে নিজেও তৃপ্তি পেয়েছি।’

‘আমার সহশিল্পী মুশফিক ফারহানকেও ধন্যবাদ। কারণ এই নাটকে আমাদের কাজের রসায়নটা চমৎকার ছিলো। আশা করি আগামীতেও আমরা একসঙ্গে আরো ভালো ভালো গল্পে কাজ করব’- যোগ করেন সাফা। এদিকে কিছুদিন আগেই সাফা কবির ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ ‘বেড নং ৩’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেই বিঞ্জে মুক্তি পেয়েছে সাফা কবির অভিনীত ‘প্রতিধ্বনি’ নাটকটি। এটি নির্মাণ করেছেন শিকদার ডায়মন্ড।