ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

তদন্তের মুখে চলমান গাড়িতে গেইম খেলার ফিচার বন্ধ করলো টেসলা

  • আপডেট সময় : ১১:৩২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : তদন্তের মুখে বিদ্যুচ্চালিত গাড়ির ‘প্যাসেঞ্জার প্লে’ ফিচারে পরিবর্তন আনতে রাজি হয়েছে টেসলা। ওই ফিচারটিতে গাড়ি চলমান থাকা অবস্থায় টাচস্ক্রিনে গেইম খেলার সুযোগ পেতেন আরোহী।
সম্প্রতি টেসলা’র বিদ্যুচ্চালিত গাড়ির ওই ফিচারটি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।’ সংস্থাটি এখন বলছে, একটি সফটওয়্যার আপডেট দিয়েই গাড়ি চলমান থাকা অবস্থায় ফিচারটির ব্যবহার বন্ধ করা সম্ভব বলে তাদের জানিয়েছে টেসলা।
ফিচারটি চালকদের জন্য বিপজ্জনক– ইলন মাস্কের মালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন সমালোচনা আগে থেকেই আছে বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এনএইচটিএসএ তদন্তে নামছে এই খবর প্রকাশের পর সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে টেসলা।
মার্কিন দৈনিকটিকে এনএইচটিএসএ বলেছে, “গাড়ি চলমান অবস্থায় থাকলে প্যাসেঞ্জার প্লে এখন থেকে লকড থাকবে।”
এই প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি টেসলা।
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তদন্তের ঘোষণা দিয়ে এনএইচটিএসএ বলেছিল, প্যাসেঞ্জার প্লে “চালককে বিভ্রান্ত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।”
বিবিসি জানিয়েছে, গাড়ির টাচস্ক্রিনে গেইম খেলার ফিচারটি চালকের জন্য ছিল না এবং গেইমার যে চালক নন, সেটিও নিশ্চিত করতে বলতো ফিচারটি। কিন্তু ফিচারটির ব্যবহার থেকে একজন চালককে বিরত রাখার কোনো উপায়ও ছিল না ফিচারটিতে।
প্রাথমিক অবস্থাতে কেবল গাড়ি থেমে থাকা অবস্থাতেই টাচস্ক্রিনে গেইম খেলার সুযোগটি ছিল। গাড়ি চলমান থাকা অবস্থায় গেইম খেলার সক্ষমতা যোগ হয় ডিসেম্বর মাসের একটি আপডেটে। পরিবর্তনটি নজরে আসে টেসলা ক্রেতা ভিন্স প্যাটনের; এনএইচটিএসএ’র কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন ওই ক্রেতাই।
এনএইচটিএসএ-এর নীতিমালা অনুযায়ী, গাড়ি চলমান থাকা অবস্থায় সকল ‘ইন-কার ডিভাইস’-এর কাজ বন্ধ থাকতে হবে যেন চালক সেটি ব্যবহার করে গাড়ি চালনা থেকে মনোযোগ কেড়ে নেয় এমন কিছু করতে না পারেন।
অগাস্ট মাসে টেসলার অটোপাইলট সিস্টেম নিয়ে তদন্ত শুরু করেছে এনএইচটিএসএ। অটোপাইলট সিস্টেম চালু থাকা অবস্থায় অন্তত এক ডজন টেসলা গাড়ির থেমে থাকা অন্যান্য যানবাহনে সজোরে আছড়ে পড়ার ঘটনার জেরে ওই তদন্ত শুরু করে এনএইচটিএসএ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তদন্তের মুখে চলমান গাড়িতে গেইম খেলার ফিচার বন্ধ করলো টেসলা

আপডেট সময় : ১১:৩২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : তদন্তের মুখে বিদ্যুচ্চালিত গাড়ির ‘প্যাসেঞ্জার প্লে’ ফিচারে পরিবর্তন আনতে রাজি হয়েছে টেসলা। ওই ফিচারটিতে গাড়ি চলমান থাকা অবস্থায় টাচস্ক্রিনে গেইম খেলার সুযোগ পেতেন আরোহী।
সম্প্রতি টেসলা’র বিদ্যুচ্চালিত গাড়ির ওই ফিচারটি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।’ সংস্থাটি এখন বলছে, একটি সফটওয়্যার আপডেট দিয়েই গাড়ি চলমান থাকা অবস্থায় ফিচারটির ব্যবহার বন্ধ করা সম্ভব বলে তাদের জানিয়েছে টেসলা।
ফিচারটি চালকদের জন্য বিপজ্জনক– ইলন মাস্কের মালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন সমালোচনা আগে থেকেই আছে বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এনএইচটিএসএ তদন্তে নামছে এই খবর প্রকাশের পর সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে টেসলা।
মার্কিন দৈনিকটিকে এনএইচটিএসএ বলেছে, “গাড়ি চলমান অবস্থায় থাকলে প্যাসেঞ্জার প্লে এখন থেকে লকড থাকবে।”
এই প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি টেসলা।
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তদন্তের ঘোষণা দিয়ে এনএইচটিএসএ বলেছিল, প্যাসেঞ্জার প্লে “চালককে বিভ্রান্ত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।”
বিবিসি জানিয়েছে, গাড়ির টাচস্ক্রিনে গেইম খেলার ফিচারটি চালকের জন্য ছিল না এবং গেইমার যে চালক নন, সেটিও নিশ্চিত করতে বলতো ফিচারটি। কিন্তু ফিচারটির ব্যবহার থেকে একজন চালককে বিরত রাখার কোনো উপায়ও ছিল না ফিচারটিতে।
প্রাথমিক অবস্থাতে কেবল গাড়ি থেমে থাকা অবস্থাতেই টাচস্ক্রিনে গেইম খেলার সুযোগটি ছিল। গাড়ি চলমান থাকা অবস্থায় গেইম খেলার সক্ষমতা যোগ হয় ডিসেম্বর মাসের একটি আপডেটে। পরিবর্তনটি নজরে আসে টেসলা ক্রেতা ভিন্স প্যাটনের; এনএইচটিএসএ’র কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন ওই ক্রেতাই।
এনএইচটিএসএ-এর নীতিমালা অনুযায়ী, গাড়ি চলমান থাকা অবস্থায় সকল ‘ইন-কার ডিভাইস’-এর কাজ বন্ধ থাকতে হবে যেন চালক সেটি ব্যবহার করে গাড়ি চালনা থেকে মনোযোগ কেড়ে নেয় এমন কিছু করতে না পারেন।
অগাস্ট মাসে টেসলার অটোপাইলট সিস্টেম নিয়ে তদন্ত শুরু করেছে এনএইচটিএসএ। অটোপাইলট সিস্টেম চালু থাকা অবস্থায় অন্তত এক ডজন টেসলা গাড়ির থেমে থাকা অন্যান্য যানবাহনে সজোরে আছড়ে পড়ার ঘটনার জেরে ওই তদন্ত শুরু করে এনএইচটিএসএ।