ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

ঢামেক হাসপাতাল টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি উধাও

  • আপডেট সময় : ০১:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলাসহ হাত ধোয়া সবচেয়ে কার্যকরী উপায়। এর সঙ্গে যোগ হয়েছে করোনার টিকা দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়া হলেও সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু দেশের টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না। আর এ বিষয়ে টিকাদান কেন্দ্র কর্তৃপক্ষও উদাসীন।
করোনার সংক্রমণ রুখতে দেশে টিকাদান কর্মসূচি চলছে। রাজধানী ঢাকার যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রতিদিন এখানে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
গতকাল সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রের গিয়ে দেখা যায়, সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। নেই সামাজিক দূরত্ব, কারও মুখে মাস্ক নেই, কারও মাস্ক আবার থুতনিতে।
টিকা দিতে আসা মানুষজন যে কক্ষে বসেছেন সেখানেও গাদাগাদি করে বসতে হচ্ছে। সেখানে নেই শৃঙ্খলা। অথচ যে কোনও ধরণের ভিড় ও জনসমাগম করোনার এই ঊর্ধ্বগতির সময় নিষিদ্ধ করার কথা বারবার বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদফতর।
টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত কেন জানতে চাইলে “আমরা চেষ্টা করি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সেবা দেওয়ার জন্য কিন্তু সেটা অনেক সময় নানা কারণেই সম্ভব হয় না” জানিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, এখানে প্রতিদিন ৮০০ মানুষকে টিকা দিতে বলা হয়েছে। আর সবাই সকাল বেলা চলে আসে, ভিড় করে- আমরা কী করতে পারি? তবুও এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দিচ্ছি, তারা যেন টিকাদান কেন্দ্রে ঢোকার সময়ই মানুষকে সতর্ক করে এবং সর্বক্ষণ মনিটর করেন। ব্রিগেডিয়ার নাজমুল হক বলেন, চেষ্টা করব এগুলো ম্যানেজ করে ফেলতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসলের আগে ত্বককে রাখবে সতেজ যে প্যাক

ঢামেক হাসপাতাল টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি উধাও

আপডেট সময় : ০১:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলাসহ হাত ধোয়া সবচেয়ে কার্যকরী উপায়। এর সঙ্গে যোগ হয়েছে করোনার টিকা দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়া হলেও সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু দেশের টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না। আর এ বিষয়ে টিকাদান কেন্দ্র কর্তৃপক্ষও উদাসীন।
করোনার সংক্রমণ রুখতে দেশে টিকাদান কর্মসূচি চলছে। রাজধানী ঢাকার যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রতিদিন এখানে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
গতকাল সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রের গিয়ে দেখা যায়, সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। নেই সামাজিক দূরত্ব, কারও মুখে মাস্ক নেই, কারও মাস্ক আবার থুতনিতে।
টিকা দিতে আসা মানুষজন যে কক্ষে বসেছেন সেখানেও গাদাগাদি করে বসতে হচ্ছে। সেখানে নেই শৃঙ্খলা। অথচ যে কোনও ধরণের ভিড় ও জনসমাগম করোনার এই ঊর্ধ্বগতির সময় নিষিদ্ধ করার কথা বারবার বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদফতর।
টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত কেন জানতে চাইলে “আমরা চেষ্টা করি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সেবা দেওয়ার জন্য কিন্তু সেটা অনেক সময় নানা কারণেই সম্ভব হয় না” জানিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, এখানে প্রতিদিন ৮০০ মানুষকে টিকা দিতে বলা হয়েছে। আর সবাই সকাল বেলা চলে আসে, ভিড় করে- আমরা কী করতে পারি? তবুও এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দিচ্ছি, তারা যেন টিকাদান কেন্দ্রে ঢোকার সময়ই মানুষকে সতর্ক করে এবং সর্বক্ষণ মনিটর করেন। ব্রিগেডিয়ার নাজমুল হক বলেন, চেষ্টা করব এগুলো ম্যানেজ করে ফেলতে।