নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। অধ্যাপক আরেফিনের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার (৭ মার্চ) দুপুরে সংবাদমাধ্যমকে সঙ্গে কথা বলেন অধ্যাপক নজরুল ইসলাম।
তিনি জানান, অধ্যাপক আরেফিনের ব্লাড প্রেশার ঠিক আছে। ইতোমধ্যে তাকে রক্ত দেওয়া হয়েছে। তাতে প্লাটিলেট কাউন্ট ১ লাখের বেশি। ইউরিন আউটপুট ঠিক আছে, হার্ট ভালো আছে। তবে ব্রেনের ফাংশন কিছুটা অবনতি হয়েছে।
তিনি আরো বলেন, ‘চোখের মণি ডায়ালেটেড হচ্ছে না (চোখে যখন আলো যায় তখন চোখের মণি সংকুচিত কিংবা প্রসারিত হচ্ছে না)। কোনো ধরনের রিএকশন পাওয়া যাচ্ছে না। একইসঙ্গে ব্রেনস্টেম রিফ্লেক্স অনুপস্থিত। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। ব্রেনের অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকরা অপারেশনের প্রক্রিয়া শুরু করতে পারেন।’
বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান আ আ ম স আরেফিন সিদ্দিক। সেখান থেকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। আ আ ম স আরেফিন সিদ্দিকের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।