ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহাদী হাসান। রোববার রাতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাহাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চান। সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি তা গ্রহণ করলে সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী পরিষদের বাকি সময়ের জন্য মাহাদীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।