ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ঢাবি শিক্ষক আবার দূতাবাসে পূর্ণকালীন চাকরি, অবশেষে বরখাস্ত

  • আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আশরাফ-উজ-জামান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট-আইএমএলের সহকারী অধ্যাপক। তবে তিনি ঢাবি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পূর্ণকালীন চাকরি করছেন একটি দূতাবাসে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ঢাবির চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তি বলা হয়, সহকারী অধ্যাপক আশরাফ-উজ-জামান সরকারের বিরুদ্ধে আনীত অভিযোগ সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের নিকট সত্য বলে প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকের একই সময়ে দুই কর্মস্থলে পূর্ণকালীন চাকরি করা শাস্তিযোগ্য অপরাধ। চাকরির বিধিবিধান, শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপ হওয়ায় ট্রাইবুনালের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়। এছাড়া সভায় ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের আওতায় ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’ গঠন ও নীতিমালা সভায় অনুমোদন দেয়া হয়। বাস্তব কর্মক্ষেত্রের সাথে সংযোগ ঘটিয়ে ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিশ্বায়নের প্রতিযোগিতামূলক বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ, অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী মানবসম্পদে পরিণত করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগযোগ্য করে গড়ে তোলা এবং বিভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় গৃহীত বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে এই ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’ গঠন করা হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঢাবি শিক্ষক আবার দূতাবাসে পূর্ণকালীন চাকরি, অবশেষে বরখাস্ত

আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : আশরাফ-উজ-জামান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট-আইএমএলের সহকারী অধ্যাপক। তবে তিনি ঢাবি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পূর্ণকালীন চাকরি করছেন একটি দূতাবাসে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ঢাবির চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তি বলা হয়, সহকারী অধ্যাপক আশরাফ-উজ-জামান সরকারের বিরুদ্ধে আনীত অভিযোগ সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের নিকট সত্য বলে প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকের একই সময়ে দুই কর্মস্থলে পূর্ণকালীন চাকরি করা শাস্তিযোগ্য অপরাধ। চাকরির বিধিবিধান, শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপ হওয়ায় ট্রাইবুনালের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়। এছাড়া সভায় ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের আওতায় ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’ গঠন ও নীতিমালা সভায় অনুমোদন দেয়া হয়। বাস্তব কর্মক্ষেত্রের সাথে সংযোগ ঘটিয়ে ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিশ্বায়নের প্রতিযোগিতামূলক বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ, অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী মানবসম্পদে পরিণত করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগযোগ্য করে গড়ে তোলা এবং বিভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় গৃহীত বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে এই ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’ গঠন করা হয়।