বিনোদন ডেস্ক : মীর আফসার আলির পরিচিতি আরজে ও উপস্থাপক হিসেবে। তার কথা মোড়কে হাস্যরসে মুগ্ধ হয়েছে এদেশের দর্শকরাও। এর আগে তিনি যতবার বাংলাদেশ এসেছেন তার সবটাজুড়ে ছিলো তার এই দুই পরিচিতি। ‘মীরাক্কেল চ্যালেঞ্জার্স’র মধ্যমণি এবারও এসেছেন ঢাকায়। গত ২৫ মার্চ ঢাকায় পা রেখেছেন। কারণটা পেট। হ্যাঁ, পেটপুজো করতে এসেছেন। তিনি ঢাকায় এসেছেন খাবার আয়োজন নিয়ে। তার ব্যক্তিগত ফুড ভ্লগিং ‘ফুডকা’ নিয়ে। আর কথা মতো, রসালো খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার অলি-গলি। গিয়েছেন মাওয়া ফেরি ঘাটেও। গতকাল রোববার তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে গিয়ে এই সঞ্চালক খেলেন ক্যাম্পাসের বিখ্যাত কাঁচকলা ভর্তা। গাল প্রশস্ত করে চওড়া হাসিও দিলেন। তৃপ্তির ঢেঁকুর থমকে মীর বলেন, ‘বাংলাদেশ থেকে যত ভালোবাসা পাই অন্য কোথাও থেকে পাই না। আসার পর থেকে শুধু খেয়েই যাচ্ছি। প্রথমদিন পেটটা একটু অন্যরকম লাগছিল। এখন বেশ সয়ে গেছে।’
কথার ফাঁকে রস ঢালতেও ভোলেননি। বললেন, ‘২০১২-তে ঢাকায় প্রথমবার আসি। তারপর ১০ বছর কেটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এলাম। ঢাবি চত্বরে ঢুকতে আমার ১০ বছর লেগে গেলো।’
জানা যায়, ঢাকার বেশ কিছু রেস্তোরাঁতে যাবেন মীর, এরমধ্যে অংশ নিয়েছেন একটি বিয়েতেও। এসব নিয়ে তৈরি করবেন ইউটিউবে ফুড ভিডিও সিরিজ ‘ফুডকা’। যাবেন ঢাকার বাইরেও। ২০০৬ সালে ‘মীরাক্কেল চ্যালেঞ্জার্স’ শুরু করেন এই প্রতিভাবান আরজে। এর ষষ্ঠ মৌসুমে নাটোরের আবু হেনার রনি হন চ্যাম্পিয়ন। সেসময় মীরও এদেশে সর্বাধিক জনপ্রিয় হন। তিন দশক ধরে তিনি রেডিওতে উপস্থাপনা করছেন। পাশাপাশি অভিনয়েও তাকে নিয়মিত পাওয়া যায়। তবে শেষ পাঁচ বছর নিয়মিত সময় দিচ্ছেন ফুড ভ্লগ ‘ফুডকা’তেও।
ঢাবি ক্যাম্পাসে কাঁচকলা ভর্তা খেয়ে মুগ্ধ মীর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ