ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ঢাবির হল থেকে মুছে ফেলা হলো শেখ মুজিবের নাম, গ্রাফিতি

  • আপডেট সময় : ০১:৪৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: ক্রেন নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে একই সঙ্গে হলের ভেতরে মূল ভবনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি গ্রাফিতিও রং দিয়ে মুছে ফেলেছেন শিক্ষার্থীরা।

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার ঘণ্টা কয়েক পর গত বৃহস্পতিবার রাত ২টার দিকে শেখ মুজিবুর রহমান হলের নামফলকের ওপর ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামের পোস্টার লাগিয়ে দেন ওই হল সংসদের ভিপি ও জিএস।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শেখ মুজিব হলের নাম মুছে দেওয়ার ঘোষণা দেন। এরপর দক্ষিণ সিটি করপোরেশনের একটি ক্রেন এনে রাত পৌনে ১০টার দিকে নাম মোছার কাজ শুরু হয়।

আর রাত সোয়া ১১টার পর রং দিয়ে গ্রাফিতি মুছতে শুরু করে একদল শিক্ষার্থী। নাম মোছার জন্য হল সংসদ হল প্রশাসনের অনুমতি নিয়েছে কি না জানতে চাইলে প্রাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামানকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি ধরেননি বলে জানিয়েছে একটি সংবাদসংস্থা

এ বিষয়ে হল সংসদের ভিপি মুছলিমুর রহমান  ওই সংবাদমাধ্যমটিকে বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল এটা মুছে দেওয়ার। তাই তাদের রায়ে আমরা মুছে দিচ্ছি।

চব্বিশের আন্দোলনে সরকার পতনের এক মাস পর গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ এর নাম থেকে ‘জাতির জনক’ ও ‘বঙ্গবন্ধু’ বাদ দিয়ে দেয়। এখন হল সংসদের পর ডাকসু শেখ মুজিবুর রহমান হলের নামও বদলানোর দাবি তুলেছে।

একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে থাকা ছাত্রী হলের নাম বদলে ‘ফেলানী হল’ রাখার দাবিও তাদের।

এ দাবি আদায়ে আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপাচার্যের দপ্তর ঘেরাও করার কর্মসূচি দিয়েছে ডাকসু।

সানা/আপ্র/২১/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবির হল থেকে মুছে ফেলা হলো শেখ মুজিবের নাম, গ্রাফিতি

আপডেট সময় : ০১:৪৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ক্রেন নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে একই সঙ্গে হলের ভেতরে মূল ভবনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি গ্রাফিতিও রং দিয়ে মুছে ফেলেছেন শিক্ষার্থীরা।

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার ঘণ্টা কয়েক পর গত বৃহস্পতিবার রাত ২টার দিকে শেখ মুজিবুর রহমান হলের নামফলকের ওপর ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামের পোস্টার লাগিয়ে দেন ওই হল সংসদের ভিপি ও জিএস।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শেখ মুজিব হলের নাম মুছে দেওয়ার ঘোষণা দেন। এরপর দক্ষিণ সিটি করপোরেশনের একটি ক্রেন এনে রাত পৌনে ১০টার দিকে নাম মোছার কাজ শুরু হয়।

আর রাত সোয়া ১১টার পর রং দিয়ে গ্রাফিতি মুছতে শুরু করে একদল শিক্ষার্থী। নাম মোছার জন্য হল সংসদ হল প্রশাসনের অনুমতি নিয়েছে কি না জানতে চাইলে প্রাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামানকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি ধরেননি বলে জানিয়েছে একটি সংবাদসংস্থা

এ বিষয়ে হল সংসদের ভিপি মুছলিমুর রহমান  ওই সংবাদমাধ্যমটিকে বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল এটা মুছে দেওয়ার। তাই তাদের রায়ে আমরা মুছে দিচ্ছি।

চব্বিশের আন্দোলনে সরকার পতনের এক মাস পর গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ এর নাম থেকে ‘জাতির জনক’ ও ‘বঙ্গবন্ধু’ বাদ দিয়ে দেয়। এখন হল সংসদের পর ডাকসু শেখ মুজিবুর রহমান হলের নামও বদলানোর দাবি তুলেছে।

একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে থাকা ছাত্রী হলের নাম বদলে ‘ফেলানী হল’ রাখার দাবিও তাদের।

এ দাবি আদায়ে আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপাচার্যের দপ্তর ঘেরাও করার কর্মসূচি দিয়েছে ডাকসু।

সানা/আপ্র/২১/১২/২০২৫