ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
গত সোমবার এক বিবৃতিতে ফ্রন্টের সভাপতি রাজিব কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ এ প্রতিবাদ জানান।
তারা বলেন, রোজার শুরুতেই বিভিন্ন আবাসিক হলগুলোতে খাবারের দাম বাড়ানো হয়েছে। কোনো কোনো হলে আগের থেকে দেড়গুণ পর্যন্ত বেড়েছে দাম। এর আগে করোনাকালীন ছুটির পর ক্যাম্পাস খুললে একদফা খাবারের দাম বাড়ানো হয়েছিল। করোনায় নেমে আসা অর্থনৈতিক সংকটে জর্জরিত শিক্ষার্থীদের ওপর বাড়তি দামের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, অথচ প্রয়োজন ছিল বিশেষ ভর্তুকি প্রদান করে খাবারের দাম কমানো।
বিবৃতিতে তারা আরও বলেন, সেসময় আমাদের সংগঠনের পক্ষ থেকে অপরাপর ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এর প্রতিবাদ করা হয়েছিল। যদিও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখন পুনরায় আরেক দফা দাম বাড়িয়ে শিক্ষার্থীদের ভোগান্তির চরমে ঠেলে দেওয়া হচ্ছে।
ছাত্র ফ্রন্টের নেতারা বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার জায়গাকে বিকশিত করার জন্য শিক্ষার্থীদের সুস্বাস্থ্য খুবই জরুরি। তার জন্য পুষ্টিকর ও মানসম্মত খাবারের ব্যবস্থা থাকা দরকার। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।
ফ্রন্টের নেতারা অবিলম্বে হলগুলোতে খাবারের দাম কমানোর জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ, ভর্তুকি প্রদান, প্রশাসনিক উদ্যোগে ডাইনিং সিস্টেম চালু ও খাবারের দাম-মান নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠনের দাবি জানান।
ঢাবির হলে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ