ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ঢাবির শতবর্ষ: প্রতিযোগিতার জন্য আলোকচিত্র আহবান

  • আপডেট সময় : ১২:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ক্যারিয়ার ডে¯ ‹ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে আলোকচিত্র/ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আলোকচিত্র/ফটোগ্রাফ আহবান করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার উভয় ক্যাটাগরি থেকে তিনটি ছবির জন্য শ্রেষ্ঠ পুরষ্কার এবং পাঁচটি ছবির জন্য সম্মানসূচক পুরস্কার দেয়া হবে। উভয় ক্যাটাগরি থেকে বাছাইকৃত ১০০টি ছবি নিয়ে আগামী ১-৩ নভেম্বর টিএসসিতে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং একটি অ্যালবাম প্রকাশিত হবে।
ছবির বিষয়বস্তু
ক্যাম্পাসের পরিবেশ
ক্যাম্পাসের জীববৈচিত্র্য
বিভিন্ন উৎসব
বিভিন্ন সাংস্কৃতিক উপাদান
শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক জীবন
খেলাধূলা
নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনা
প্রার্থনা/উপাসনা
সমাজ সেবা
বিভিন্ন দিবস (যেমন, জাতীয় দিবস, শোক দিবস)
গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলন
ইতিহাস ও ঐতিহ্য
ছবি জমাদানের নিয়মাবলী
ছবির রেজ্যুলুশন দৈর্ঘ্যে সর্বোচ্চ ১৫০০ পিক্সেল এবং প্রস্থে সর্বোচ্চ ১০০০ পিক্সেল। ছবির সফটকপি ঔচঊএ ফরম্যাট-এ অথবা হার্ডকপি সর্বনি¤œ ৫ ইঞ্চিদ্ধ৭ ইঞ্চি সাইজ-এ প্রিন্ট করে জমা দিতে হবে। সফটকপির ক্ষেত্রে ছবির ফাইলের সর্বোচ্চ সাইজ ২ মেগাবাইট। ছবি নির্বাচিত হলে পরবর্তীতে হাই রেজ্যুলেশন এর জঅড/ঔচঊএ/ঞওঋঋ ফাইল অথবা নেগেটিভ জমা দিতে হবে।
একজন প্রতিযোগী যেকোন বিষয়ে সর্বোচ্চ ১০টি এবং সর্বমোট সর্বোচ্চ ১৫টি আলোকচিত্র/ফটোগ্রাফ জমা দিতে পারবেন। প্রতিটি ছবিতে ক্যাপশন থাকা বাধ্যতামূলক এবং প্রযোজ্য ক্ষেত্রে ছবির বিবরণ আবশ্যক।
শনাক্তকরণের সুবিধার্থে প্রত্যেক ছবির সফটকপি অংশগ্রহণকারীর নাম, ফোন নাম্বার ও ক্যাপশন দিয়ে রিনেইম করে জমা দিতে হবে। যেমন: অংযৎধভথ০১৭ঢঢঢঢঢঢঢঢথঈধঢ়ঃরড়হ. এছাড়া আলাদাভাবে অংশগ্রহণকারীর ক্যাটাগরি (বর্তমান/সাবেক শিক্ষার্থী), নাম, শিক্ষাবর্ষ, বিভাগ/ইনস্টিটিউট ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ছবির হার্ডকপি প্রেরণের সময় খামের উপর অবশ্যই “ঢাকা বিশ্ববিদ্যালয়: শতবর্ষের আলোকচিত্র প্রতিযোগিতা” কথাটি এবং ক্যাটাগরি উল্লেখ করতে হবে।
ছবি জমা দেবার শেষ তারিখ
৮ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় বিকেল ৫ টা)।
ছবি পাঠানোর ঠিকানা
ই-মেইল: ফঁ১০০ঢ়যড়ঃড়মৎধঢ়যু@ফঁ.ধপ.নফ অথবা জনসংযোগ দফতর, কক্ষ নং-২০৯, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
উল্লেখ্য, নির্বাচিত আলোকচিত্র/ফটোগ্রাফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোন প্রকাশনা বা প্রদর্শনীতে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আলোকচিত্রীর নাম উল্লেখ থাকবে। সকল ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাবির শতবর্ষ: প্রতিযোগিতার জন্য আলোকচিত্র আহবান

আপডেট সময় : ১২:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

ক্যাম্পাস ক্যারিয়ার ডে¯ ‹ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে আলোকচিত্র/ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আলোকচিত্র/ফটোগ্রাফ আহবান করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার উভয় ক্যাটাগরি থেকে তিনটি ছবির জন্য শ্রেষ্ঠ পুরষ্কার এবং পাঁচটি ছবির জন্য সম্মানসূচক পুরস্কার দেয়া হবে। উভয় ক্যাটাগরি থেকে বাছাইকৃত ১০০টি ছবি নিয়ে আগামী ১-৩ নভেম্বর টিএসসিতে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং একটি অ্যালবাম প্রকাশিত হবে।
ছবির বিষয়বস্তু
ক্যাম্পাসের পরিবেশ
ক্যাম্পাসের জীববৈচিত্র্য
বিভিন্ন উৎসব
বিভিন্ন সাংস্কৃতিক উপাদান
শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক জীবন
খেলাধূলা
নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনা
প্রার্থনা/উপাসনা
সমাজ সেবা
বিভিন্ন দিবস (যেমন, জাতীয় দিবস, শোক দিবস)
গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলন
ইতিহাস ও ঐতিহ্য
ছবি জমাদানের নিয়মাবলী
ছবির রেজ্যুলুশন দৈর্ঘ্যে সর্বোচ্চ ১৫০০ পিক্সেল এবং প্রস্থে সর্বোচ্চ ১০০০ পিক্সেল। ছবির সফটকপি ঔচঊএ ফরম্যাট-এ অথবা হার্ডকপি সর্বনি¤œ ৫ ইঞ্চিদ্ধ৭ ইঞ্চি সাইজ-এ প্রিন্ট করে জমা দিতে হবে। সফটকপির ক্ষেত্রে ছবির ফাইলের সর্বোচ্চ সাইজ ২ মেগাবাইট। ছবি নির্বাচিত হলে পরবর্তীতে হাই রেজ্যুলেশন এর জঅড/ঔচঊএ/ঞওঋঋ ফাইল অথবা নেগেটিভ জমা দিতে হবে।
একজন প্রতিযোগী যেকোন বিষয়ে সর্বোচ্চ ১০টি এবং সর্বমোট সর্বোচ্চ ১৫টি আলোকচিত্র/ফটোগ্রাফ জমা দিতে পারবেন। প্রতিটি ছবিতে ক্যাপশন থাকা বাধ্যতামূলক এবং প্রযোজ্য ক্ষেত্রে ছবির বিবরণ আবশ্যক।
শনাক্তকরণের সুবিধার্থে প্রত্যেক ছবির সফটকপি অংশগ্রহণকারীর নাম, ফোন নাম্বার ও ক্যাপশন দিয়ে রিনেইম করে জমা দিতে হবে। যেমন: অংযৎধভথ০১৭ঢঢঢঢঢঢঢঢথঈধঢ়ঃরড়হ. এছাড়া আলাদাভাবে অংশগ্রহণকারীর ক্যাটাগরি (বর্তমান/সাবেক শিক্ষার্থী), নাম, শিক্ষাবর্ষ, বিভাগ/ইনস্টিটিউট ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ছবির হার্ডকপি প্রেরণের সময় খামের উপর অবশ্যই “ঢাকা বিশ্ববিদ্যালয়: শতবর্ষের আলোকচিত্র প্রতিযোগিতা” কথাটি এবং ক্যাটাগরি উল্লেখ করতে হবে।
ছবি জমা দেবার শেষ তারিখ
৮ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় বিকেল ৫ টা)।
ছবি পাঠানোর ঠিকানা
ই-মেইল: ফঁ১০০ঢ়যড়ঃড়মৎধঢ়যু@ফঁ.ধপ.নফ অথবা জনসংযোগ দফতর, কক্ষ নং-২০৯, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
উল্লেখ্য, নির্বাচিত আলোকচিত্র/ফটোগ্রাফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোন প্রকাশনা বা প্রদর্শনীতে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আলোকচিত্রীর নাম উল্লেখ থাকবে। সকল ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।