নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২০-২১ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার। এবছর চট্টগ্রাম বিভাগ থেকে অংশ নেওয়া ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার প্রথম দুইদিন শুক্রবার ও শনিবার (১-২ অক্টোবর) চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় রুটে একটি শাটল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে চবি কর্তৃপক্ষ। দীর্ঘ ১৮ মাস শাটল ট্রেন বন্ধ থাকার পর ভর্তি পরীক্ষার প্রথম দুইদিন ট্রায়াল হিসেবে শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে বলে জানিয়েছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। প্রক্টর বলেন, ভর্তি পরীক্ষার প্রথম দুইদিন পরীক্ষার্থীদের জন্য একটি ট্রেন থাকবে। সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। বেলা ১টা ৪৫ মিনিটে আবার ক্যাম্পাস থেকে ট্রেনটি শহরে ফিরবে। প্রক্টর বলেন, পরীক্ষার প্রথম দুইদিন একটি ট্রেন চলাচল করলেও অন্য পরীক্ষার সময় ট্রেন চলবে কি-না সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পাঁচ ইউনিটের ভর্তি পরীক্ষা: ০১ অক্টোবর ক ইউনিট, ০২ অক্টোবর খ ইউনিট, ০৯ অক্টোবর চ ইউনিট, ২২ অক্টোবর গ ইউনিট এবং সবশেষ ২৩ অক্টোবর হবে ঘ ইউনিটের পরীক্ষা।
ঢাবির ভর্তি পরীক্ষার ১ম দুইদিন চলবে চবির শাটল ট্রেন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ