ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ

  • আপডেট সময় : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের শুভেচ্ছা বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নৌশিন পারভীন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক আলিফা বিনতে হক। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আমরা যেন নিয়ম ভেঙে না ফেলি, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইতিবাচক মনোভাব নিয়ে সর্বদা ভালো কাজ করার ব্যাপারে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে। শিক্ষক-শিক্ষার্থী পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা রক্ষায় সকলকে ভূমিকা পালন করতে হবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় কাউন্টার থেকে চলবে ২১ কোম্পানির গোলাপী বাস

ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ

আপডেট সময় : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের শুভেচ্ছা বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নৌশিন পারভীন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক আলিফা বিনতে হক। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আমরা যেন নিয়ম ভেঙে না ফেলি, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইতিবাচক মনোভাব নিয়ে সর্বদা ভালো কাজ করার ব্যাপারে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে। শিক্ষক-শিক্ষার্থী পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা রক্ষায় সকলকে ভূমিকা পালন করতে হবে।