ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ঢাবির ‘ক’ ইউনিটে ৮৯.২৪ শতাংশই ফেল

  • আপডেট সময় : ০২:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে পাস করেছেন ১০ দশমিক ৭৬ শতাংশ ভর্তিচ্ছু। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এবার পরীক্ষায় মোট ৯৪ হাজার ৫০৫ জন অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি ক্যাম্পাস ছাড়াও সাত বিভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটে ভর্তির জন্য এবার এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন আবেদন করেন। মোট আসন সংখ্যা এক হাজার ৮১৫টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৬৫ জন পরীক্ষার্থী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাবির ‘ক’ ইউনিটে ৮৯.২৪ শতাংশই ফেল

আপডেট সময় : ০২:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে পাস করেছেন ১০ দশমিক ৭৬ শতাংশ ভর্তিচ্ছু। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এবার পরীক্ষায় মোট ৯৪ হাজার ৫০৫ জন অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি ক্যাম্পাস ছাড়াও সাত বিভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটে ভর্তির জন্য এবার এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন আবেদন করেন। মোট আসন সংখ্যা এক হাজার ৮১৫টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৬৫ জন পরীক্ষার্থী।