ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ঢাবিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ ভাস্কর্য প্রদর্শনী কাল শুরু

  • আপডেট সময় : ০১:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হচ্ছে সাত দিনের ভাস্কর্য প্রদর্শনী।
আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ২৪ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা অনুষদের জয়নুল গ্যালারি ও উন্মুক্ত প্রাঙ্গণে এ প্রদর্শনী চলবে বলে জানান ভাস্কর্য বিভাগের চেয়ারপারসন নাসিমা হক মিতু।
গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুষদের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের বাছাই করা ২৬টি ভাস্কর্য এ প্রদর্শনীতে স্থান পাচ্ছে। ভাস্কর্য ছাড়াও স্থাপনা ও পারফরমেন্স শিল্প থাকবে এ আয়োজনে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান ও শহরে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ভাস্কর্যের আলোকচিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে ভাস্কর হামিদুজ্জামান খানের ছয়টি ভাস্কর্য এবং কিছু ভাস্কর্যের আলোকচিত্রও দেখা যাবে বলে জানান নাসিমা হক মিতু। তিনি বলেন, “মোজ্জামেল হক টিটু, যিনি আলোকচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ভাস্কর্যের প্রামাণ্যকরণ করছেন, তার আলোকচিত্র থেকে বাছাই করা ৫০টি ভাস্কর্যের আলোকচিত্র প্রদর্শিত হবে।”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চারুকলার ভাস্কর্য বিভাগের তত্ত্ববধানে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রদর্শিত তিনটি শিল্পকর্মকে পুরস্কৃত করা হবে এবং ভাস্কর্য চর্চায় অবদানের জন্য শিল্পী হামিদুজ্জামান খানকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। “মুক্তিযুদ্ধের চেতনা থেকে উৎসারিত রচনা হামিদুজ্জামানকে এ দেশের একজন বিশিষ্ট ভাস্করের পরিচিতি এনে দেয়। আজ অবধি মুক্তিযুদ্ধের চেতনা তার ভাস্কর্য চর্চায় ঘুরেফিরে জায়গা করে নেয়।”
নাসিমা হক মিতু বলেন, “সার্বিকভাবে এ প্রদর্শনীতে বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য চর্চার চালচিত্রকে দশর্কের সামনে উপস্থাপন করার প্রয়াস করি। যা দর্শককে নতুনভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে আশা করি।” তিনি জানান, বিশেষ এই প্রদর্শনীর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, বিভাগ, ভাস্করদের প্রাক্তন সংঘের অনলাইন বিভিন্ন গ্রুপে ঘোষণা দিয়ে আগ্রহী শিল্পীদের কাছে কাজ আহ্বান করা হয়েছিল। সেখান থেকে নির্বাচিত কাজ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও সুবর্ণজয়ন্তী সেলের প্রধান সমন্বয়ক রঞ্জিত কুমার দাস। ২৪ মার্চ বিকাল সাড়ে ৩টায় প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত থাকবেন। চারুকলা অনুষদের ডিন ও ভাস্কর্য প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক নিসার হোসেন, সদস্য ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান, অধ্যাপক লালা রুখ সেলিম, সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ, সহকারী অধ্যাপক নাসিমুল খবির এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খান ও মো. আব্দুস সামাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাবিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ ভাস্কর্য প্রদর্শনী কাল শুরু

আপডেট সময় : ০১:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হচ্ছে সাত দিনের ভাস্কর্য প্রদর্শনী।
আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ২৪ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা অনুষদের জয়নুল গ্যালারি ও উন্মুক্ত প্রাঙ্গণে এ প্রদর্শনী চলবে বলে জানান ভাস্কর্য বিভাগের চেয়ারপারসন নাসিমা হক মিতু।
গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুষদের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের বাছাই করা ২৬টি ভাস্কর্য এ প্রদর্শনীতে স্থান পাচ্ছে। ভাস্কর্য ছাড়াও স্থাপনা ও পারফরমেন্স শিল্প থাকবে এ আয়োজনে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান ও শহরে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ভাস্কর্যের আলোকচিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে ভাস্কর হামিদুজ্জামান খানের ছয়টি ভাস্কর্য এবং কিছু ভাস্কর্যের আলোকচিত্রও দেখা যাবে বলে জানান নাসিমা হক মিতু। তিনি বলেন, “মোজ্জামেল হক টিটু, যিনি আলোকচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ভাস্কর্যের প্রামাণ্যকরণ করছেন, তার আলোকচিত্র থেকে বাছাই করা ৫০টি ভাস্কর্যের আলোকচিত্র প্রদর্শিত হবে।”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চারুকলার ভাস্কর্য বিভাগের তত্ত্ববধানে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রদর্শিত তিনটি শিল্পকর্মকে পুরস্কৃত করা হবে এবং ভাস্কর্য চর্চায় অবদানের জন্য শিল্পী হামিদুজ্জামান খানকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। “মুক্তিযুদ্ধের চেতনা থেকে উৎসারিত রচনা হামিদুজ্জামানকে এ দেশের একজন বিশিষ্ট ভাস্করের পরিচিতি এনে দেয়। আজ অবধি মুক্তিযুদ্ধের চেতনা তার ভাস্কর্য চর্চায় ঘুরেফিরে জায়গা করে নেয়।”
নাসিমা হক মিতু বলেন, “সার্বিকভাবে এ প্রদর্শনীতে বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য চর্চার চালচিত্রকে দশর্কের সামনে উপস্থাপন করার প্রয়াস করি। যা দর্শককে নতুনভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে আশা করি।” তিনি জানান, বিশেষ এই প্রদর্শনীর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, বিভাগ, ভাস্করদের প্রাক্তন সংঘের অনলাইন বিভিন্ন গ্রুপে ঘোষণা দিয়ে আগ্রহী শিল্পীদের কাছে কাজ আহ্বান করা হয়েছিল। সেখান থেকে নির্বাচিত কাজ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও সুবর্ণজয়ন্তী সেলের প্রধান সমন্বয়ক রঞ্জিত কুমার দাস। ২৪ মার্চ বিকাল সাড়ে ৩টায় প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত থাকবেন। চারুকলা অনুষদের ডিন ও ভাস্কর্য প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক নিসার হোসেন, সদস্য ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান, অধ্যাপক লালা রুখ সেলিম, সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ, সহকারী অধ্যাপক নাসিমুল খবির এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খান ও মো. আব্দুস সামাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।