ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ঢাবিতে নারী শিক্ষার্থীরা শিখেছেন আত্মরক্ষার কৌশল

  • আপডেট সময় : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে সাত দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়। সেখানে নারী শিক্ষার্থীরা শিখেছেন আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়নের নানা দিক। গত ২৫ এপ্রিল থেকে সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত রোকেয়া হল মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ স্লোগান সামনে রেখে ২ মে কর্মসূচিটির আয়োজন করে দেশের অন্যতম পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বহ্নিশিখার কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি ফাতেহা শারমিন এ্যানি ও গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শামিমা মাহবুব ডলি।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বহ্নিশিখা নিয়মিত এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ঢাবির এই প্রশিক্ষণ কর্মসূচিও নারীদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তারা দাবি করেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শুধু আত্মরক্ষার শারীরিক কৌশলই শিখেননি; এর পাশাপাশি নিরাপত্তা সচেতনতা, মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পরিবেশবিষয়ক জ্ঞান ও নেতৃত্ব গঠনের দিকেও গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ ওই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিক ব্ল্যাক বেল্টধারী দুই প্রশিক্ষক বাংলাদেশ তাইকোয়ানদো অ্যাসোসিয়েশনের স্বপ্না কীর্তনীয়া জ্যোতি (প্রথম ড্যান) ও রাহমাতুল্লাহ নিশান (দ্বিতীয় ড্যান)। তাদের নিবিড় প্রশিক্ষণে শিক্ষার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশলের বাস্তব চর্চা করেছেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা পেয়েছেন স্বাস্থ্যসম্মত নাস্তা, সনদপত্র, টি-শার্ট ও ভবিষ্যতে প্রশিক্ষক হওয়ার সুযোগ। এর পাশাপাশি বহ্নিশিখার সদস্য হওয়ার মাধ্যমে সংগঠনের অন্যান্য কার্যক্রমেও যুক্ত হওয়ার সুযোগ ছিল।

প্রশিক্ষণার্থীরা জানান, এই আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং তারা নিজেদের আরো আত্মনির্ভর ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন বলে বিশ্বাস করেন। অনেকেই ওই ধরনের প্রশিক্ষণ কর্মসূচিকে নারীর ক্ষমতায়নের একটি বাস্তব ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞ ও আয়োজকদের মতে, এ প্রশিক্ষণ শুধু আত্মরক্ষায় সহায়তা নয়; বরং নারীদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব বিকাশেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি নারীদের এগিয়ে চলার পথে একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠতে পারে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাবিতে নারী শিক্ষার্থীরা শিখেছেন আত্মরক্ষার কৌশল

আপডেট সময় : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নারী ও শিশু ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে সাত দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়। সেখানে নারী শিক্ষার্থীরা শিখেছেন আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়নের নানা দিক। গত ২৫ এপ্রিল থেকে সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত রোকেয়া হল মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ স্লোগান সামনে রেখে ২ মে কর্মসূচিটির আয়োজন করে দেশের অন্যতম পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বহ্নিশিখার কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি ফাতেহা শারমিন এ্যানি ও গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শামিমা মাহবুব ডলি।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বহ্নিশিখা নিয়মিত এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ঢাবির এই প্রশিক্ষণ কর্মসূচিও নারীদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তারা দাবি করেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শুধু আত্মরক্ষার শারীরিক কৌশলই শিখেননি; এর পাশাপাশি নিরাপত্তা সচেতনতা, মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পরিবেশবিষয়ক জ্ঞান ও নেতৃত্ব গঠনের দিকেও গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ ওই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিক ব্ল্যাক বেল্টধারী দুই প্রশিক্ষক বাংলাদেশ তাইকোয়ানদো অ্যাসোসিয়েশনের স্বপ্না কীর্তনীয়া জ্যোতি (প্রথম ড্যান) ও রাহমাতুল্লাহ নিশান (দ্বিতীয় ড্যান)। তাদের নিবিড় প্রশিক্ষণে শিক্ষার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশলের বাস্তব চর্চা করেছেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা পেয়েছেন স্বাস্থ্যসম্মত নাস্তা, সনদপত্র, টি-শার্ট ও ভবিষ্যতে প্রশিক্ষক হওয়ার সুযোগ। এর পাশাপাশি বহ্নিশিখার সদস্য হওয়ার মাধ্যমে সংগঠনের অন্যান্য কার্যক্রমেও যুক্ত হওয়ার সুযোগ ছিল।

প্রশিক্ষণার্থীরা জানান, এই আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং তারা নিজেদের আরো আত্মনির্ভর ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন বলে বিশ্বাস করেন। অনেকেই ওই ধরনের প্রশিক্ষণ কর্মসূচিকে নারীর ক্ষমতায়নের একটি বাস্তব ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞ ও আয়োজকদের মতে, এ প্রশিক্ষণ শুধু আত্মরক্ষায় সহায়তা নয়; বরং নারীদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব বিকাশেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি নারীদের এগিয়ে চলার পথে একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠতে পারে।

আজকের প্রত্যাশা/কেএমএএ