ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ঢাবিতে দলবদ্ধ ধর্ষণ ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ

  • আপডেট সময় : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছবির হাট এলাকায় ষাট-ঊর্ধ্ব বয়সী এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকাশিত সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিচারের দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ দোষীদের বিচার দাবি করে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে এবং উত্তরণের লক্ষ্যে দ্রুত বিচার নিশ্চিতকরণে আশু কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারা দেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ঢাবির চারুকলা অনুষদের মূল ফটকের বিপরীত পাশে ছবির হাট এলাকায় ষাট-ঊর্ধ্ব নারীকে দুবৃর্ত্তরা জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ঘটনার শিকার নারীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এলাকায়। পরিচিত এক নারীর সঙ্গে ৬ সেপ্টেম্বর শুক্রবার তিনি কাজের উদ্দেশে ঢাকায় আসেন। সে নারী তাকে রেখে কোথাও চলে গেলে অচেনা ঢাকা শহরে দিশাহারা হয়ে পড়েন ভুক্তভোগী ওই নারী। ৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পর মধ্যবয়সী কয়েকজন দুবৃর্ত্ত ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণ করে। ৮ সেপ্টেম্বর সকালে ঢাবির চারুকলা অনুষদের মূল ফটকের বিপরীত পাশে ছবির হাট গেটের ভেতর থেকে ওই নারীকে অচেতন এবং শরীরের স্পর্শকাতর অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে এমন অবস্থায় ওই এলাকার ফুটপাতের ভাসমান কয়েকজন ব্যবসায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংবাদকর্মীদের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।
সাম্প্রতি নারী ও কন্যার প্রতি ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা ঘরে-বাইরে নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। যা নারী ও কন্যার স্বাধীন চলাচল ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঢাবিতে দলবদ্ধ ধর্ষণ ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ

আপডেট সময় : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

নারী ও শিশু ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছবির হাট এলাকায় ষাট-ঊর্ধ্ব বয়সী এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকাশিত সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিচারের দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ দোষীদের বিচার দাবি করে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে এবং উত্তরণের লক্ষ্যে দ্রুত বিচার নিশ্চিতকরণে আশু কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারা দেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ঢাবির চারুকলা অনুষদের মূল ফটকের বিপরীত পাশে ছবির হাট এলাকায় ষাট-ঊর্ধ্ব নারীকে দুবৃর্ত্তরা জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ঘটনার শিকার নারীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এলাকায়। পরিচিত এক নারীর সঙ্গে ৬ সেপ্টেম্বর শুক্রবার তিনি কাজের উদ্দেশে ঢাকায় আসেন। সে নারী তাকে রেখে কোথাও চলে গেলে অচেনা ঢাকা শহরে দিশাহারা হয়ে পড়েন ভুক্তভোগী ওই নারী। ৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পর মধ্যবয়সী কয়েকজন দুবৃর্ত্ত ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণ করে। ৮ সেপ্টেম্বর সকালে ঢাবির চারুকলা অনুষদের মূল ফটকের বিপরীত পাশে ছবির হাট গেটের ভেতর থেকে ওই নারীকে অচেতন এবং শরীরের স্পর্শকাতর অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে এমন অবস্থায় ওই এলাকার ফুটপাতের ভাসমান কয়েকজন ব্যবসায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংবাদকর্মীদের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।
সাম্প্রতি নারী ও কন্যার প্রতি ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা ঘরে-বাইরে নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। যা নারী ও কন্যার স্বাধীন চলাচল ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।