ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ঢাবিতে ডিন নির্বাচনে মনোনয়ন জমা সাদা ও নীল দলের

  • আপডেট সময় : ০২:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষদগুলোর ডিন নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় গতকাল রোববার দুপুরে ১০টি অনুষদের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে ১৯টি। ডিন নির্বাচনকে সামনে রেখে আইন অনুষদ ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদে একজন করে মনোনয়ন জমা দিয়েছেন। সামাজিক বিজ্ঞান অনুষদে তিনজন এবং কলা অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ,বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, চারুকলা অনুষদসহ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে দুজন করে মনোনয়ন জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিন নির্বাচনের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। সার্বিক বিষয়ে তিনি বলেন, আজকে দুপুর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল। এতে ১৯ টি মনোনয়নপত্র জমা পড়েছে। পাঁচ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ আছে। চূড়ান্ত তালিকা পাঁচ তারিখের পরে প্রকাশ করা হবে। আগামী ১৩ তারিখ সিনেট ভবনে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাদা দলের প্রার্থী যারা : কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, বিজনেস স্টাডিজ অনুষদে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুম, জীব বিজ্ঞান অনুষদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসাইন খান, চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান মো. ইসরাফিল রতন, সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএসএম আমান উল্লাহ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী।
নীল দলের প্রার্থী যারা : এদিকে নীল দলের পক্ষে মনোয়নপত্র জমা দিয়েছেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক আব্দুল মঈন, বিজ্ঞান অনুষদে অধ্যাপক আব্দুস ছামাদ, আইন অনুষদে অধ্যাপক ড. রহমত উল্লাহ, ফার্মেসি অনুষদে সীতেশ চন্দ্র বাছার, জীব বিজ্ঞান অনুষদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাহবুব হাসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু, চারুকলা অনুষদে অধ্যাপক ড. নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদে অধ্যাপক জিল্লুর রহমান মনোনয়ন পান। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. জিয়া রহমান দুইজনই মনোনয়ন জমা দিয়েছেন। এই নির্বাচনে চিকিৎসা অনুষদ, শিক্ষা অনুষদ ও স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাবিতে ডিন নির্বাচনে মনোনয়ন জমা সাদা ও নীল দলের

আপডেট সময় : ০২:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষদগুলোর ডিন নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় গতকাল রোববার দুপুরে ১০টি অনুষদের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে ১৯টি। ডিন নির্বাচনকে সামনে রেখে আইন অনুষদ ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদে একজন করে মনোনয়ন জমা দিয়েছেন। সামাজিক বিজ্ঞান অনুষদে তিনজন এবং কলা অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ,বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, চারুকলা অনুষদসহ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে দুজন করে মনোনয়ন জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিন নির্বাচনের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। সার্বিক বিষয়ে তিনি বলেন, আজকে দুপুর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল। এতে ১৯ টি মনোনয়নপত্র জমা পড়েছে। পাঁচ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ আছে। চূড়ান্ত তালিকা পাঁচ তারিখের পরে প্রকাশ করা হবে। আগামী ১৩ তারিখ সিনেট ভবনে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাদা দলের প্রার্থী যারা : কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, বিজনেস স্টাডিজ অনুষদে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুম, জীব বিজ্ঞান অনুষদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসাইন খান, চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান মো. ইসরাফিল রতন, সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএসএম আমান উল্লাহ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী।
নীল দলের প্রার্থী যারা : এদিকে নীল দলের পক্ষে মনোয়নপত্র জমা দিয়েছেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক আব্দুল মঈন, বিজ্ঞান অনুষদে অধ্যাপক আব্দুস ছামাদ, আইন অনুষদে অধ্যাপক ড. রহমত উল্লাহ, ফার্মেসি অনুষদে সীতেশ চন্দ্র বাছার, জীব বিজ্ঞান অনুষদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাহবুব হাসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু, চারুকলা অনুষদে অধ্যাপক ড. নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদে অধ্যাপক জিল্লুর রহমান মনোনয়ন পান। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. জিয়া রহমান দুইজনই মনোনয়ন জমা দিয়েছেন। এই নির্বাচনে চিকিৎসা অনুষদ, শিক্ষা অনুষদ ও স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে না।