ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

  • আপডেট সময় : ০১:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে সরকার সমর্থক সংগঠনটি হামলার অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল রোববার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হল সংলগ্ন মিশুক-মুনীর চত্বরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।
সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই বিক্ষোভ মিছিল বের করে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। খোকন বলেন, ‘আমরা শহীদ মিনার এলাকা থেকে মিছিল নিয়ে শামসুননাহার হল এলাকায় আসলে ছাত্রলীগকর্মীরা বাইক নিয়ে ধাওয়া করে। হামলার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সে একটি গাড়ির ভিতরে ছিল। তার লোকেরা আমাদের উপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
‘হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। আমানের অবস্থা গুরুতর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন।’
হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ছাত্রলীগের কেউ ছাত্রদলের উপর হামলা করেনি। এটা তাদের প্রোপাগান্ডা, ছাত্রলীগের উপর দোষ চাপাচ্ছে। ‘আজকে দিনমজুরদের মধ্যে ছাত্রলীগের ত্রাণ বিতরণ কর্মসূচি ছিল। ত্রাণ কার্যক্রম শেষ করে আমরা যখন তাদের মিছিলের পাশ দিয়ে ফিরছিলাম, তখন একটি আ্যম্বুলেন্সের হর্ন বা কিছু একটা আওয়াজ বেজে উঠে। এতে তারা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এখন ছাত্রলীগের উপর দোষ চাপাচ্ছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

আপডেট সময় : ০১:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে সরকার সমর্থক সংগঠনটি হামলার অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল রোববার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হল সংলগ্ন মিশুক-মুনীর চত্বরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।
সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই বিক্ষোভ মিছিল বের করে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। খোকন বলেন, ‘আমরা শহীদ মিনার এলাকা থেকে মিছিল নিয়ে শামসুননাহার হল এলাকায় আসলে ছাত্রলীগকর্মীরা বাইক নিয়ে ধাওয়া করে। হামলার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সে একটি গাড়ির ভিতরে ছিল। তার লোকেরা আমাদের উপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
‘হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। আমানের অবস্থা গুরুতর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন।’
হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ছাত্রলীগের কেউ ছাত্রদলের উপর হামলা করেনি। এটা তাদের প্রোপাগান্ডা, ছাত্রলীগের উপর দোষ চাপাচ্ছে। ‘আজকে দিনমজুরদের মধ্যে ছাত্রলীগের ত্রাণ বিতরণ কর্মসূচি ছিল। ত্রাণ কার্যক্রম শেষ করে আমরা যখন তাদের মিছিলের পাশ দিয়ে ফিরছিলাম, তখন একটি আ্যম্বুলেন্সের হর্ন বা কিছু একটা আওয়াজ বেজে উঠে। এতে তারা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এখন ছাত্রলীগের উপর দোষ চাপাচ্ছে।’