নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে ১০৮টি কেন্দ্রের ভোটের প্রাপ্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ১০৮ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ২৫ হাজার ৬৬ ভোট পেয়ে সবার উপরে আছেন। একতারা প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ৩ হাজার ৯৪৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান এক হাজার ২২৯ ভোট পেয়ে আছেন তৃতীয় অবস্থানে।
এছাড়া গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন ৭৮৯ ভোট। ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ৫৬ ভোট। ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ পেয়েছেন ৪৪ ভোট। ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ৩৮ ভোট।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে।
একতারা প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন হিরো আলম। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
গত কয়েকটি নির্বাচনের মতো ঢাকা-১৭ আসনে উপনির্বাচনেও ভোটার খরা দেখা গেছে। ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত রাজধানীর এই আসনে ভোটার সোয়া তিন লাখ। তবে অধিকাংশ কেন্দ্র দিনভর ফাঁকা দেখা গেছে। নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “ঢাকায় ভোটার উপস্থিতি খুবই কম। এটা নানা কারণে হয়ে থাকে। এখন পর্যন্ত চূড়ান্ত হিসেব পাইনি। ধারণা করা হচ্ছে, ১২ থেকে ১৩% ভোটের হার হতে পারে। সর্বোচ্চ ১৪-১৫% ভোট পড়তে পারে।” গত কে এম নুরুল হুদা কমিশনের সময় ২০২০ সালের মার্চে করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কের মধ্যে ঢাকা-১০ আসনে উপনির্বাচনে ইভিএমে মাত্র ৫.২৮% ভোট পড়ার নজির রয়েছে। এবার ঢাকা-১৭ উপনির্বাচনে ভোটগ্রহণ হয় সম্পূর্ণ ব্যালটে। সোমবার ঢাকায় উপনির্বাচনের পাশাপাশি বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নেও নির্বাচন হয়েছে। পৌরসভায় ৫০-৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানান আলমগীর।