নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ১৮৫ (ঢাকা-১২) আসনে বৈধ প্রার্থী হয়েছেন ৬ জন। তবে তাদের মধ্যে ৩ প্রার্থীর নির্বাচনী পোস্টার চোখে পড়লেও বাকি ৩ প্রার্থীর সড়কে দৃশ্যমান কোন প্রচারণা চোখে পড়েনি। প্রচারণায় থাকা তিন প্রার্থীর মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (নৌকা), জাতীয় পার্টি মনোনীত খোরশেদ আলম খুশু (লাঙ্গল) এবং তৃণমূল বিএনপি মনোনীত মো. নাঈম হাসান (সোনালী আঁশ)।
তবে জাতীয় পার্টি ছাড়া বাকি দুই দলের প্রার্থীদের নির্বাচনী পোস্টারে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা-১২ আসনের মগবাজারের জাহা বক্স লেন, পেয়ারাবাগ, নয়াটোলা, নয়াটোল সড়ক, শাহসাব বাড়ী লেন, গ্রীণওয়ে রোড, চেয়ারম্যান গলি, আইডিয়াল পয়েন্ট, খেজুরগাছের গলি, মধুবাগ, মধুবাগ রোড, পুরাতন এলিফ্যান্ট রোড, মীরবাগের অলিগলি ঘুরে দেখা গেছে, তৃণমূল বিএনপি মনোনীত মো. নাঈম হাসানের কোনা পোস্টারই রশিতে ঝুলানো নেই। তার পোস্টারগুলো সাটানো হয়েছে গোশতের দোকানের সামনে, বৈদ্যুতিক পিলারে এবং মানুষের বাড়ি দেওয়ালে। যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তবে তার কোনও নির্বাচনী প্রচারণা কেন্দ্র চোখে পড়েনি। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পোস্টার পুরো এলাকাজুড়ে রশিতে বেঁধে টানানো হয়েছে। তবে নয়াটোলা রোড়ের একটি জায়গায় ৫/৬টি পোস্টার একসঙ্গে দেওয়ালে সাঁটানো হয়েছে। এছাড়া মীরবাগের একটি গলিতে ১২টি পোস্টার একসঙ্গে দেওয়ালে সাঁটানো হয়েছে। পুরো এলাকাজুড়ে তার অসংখ্য ছোট ছোট নির্বাচনী ক্যাম্প দেখা গেছে। সেখানে সমর্থকরা বসে আড্ডা দিচ্ছেন। তবে কোনও স্পিকার বা মাইকের আওয়াজ শোনা যায়নি। আর জাতীয় পার্টি মনোনীত খোরশেদ আলম খুশুর অসংখ্য পোস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পোস্টারের পাশাপাশি ঝুলতে দেখা গেছে। পোস্টারের ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি চোখে পড়েনি। তবে তার কোন নির্বাচনী ক্যাম্প দেখা যায়নি। এছাড়া বাকি থাকা ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান (আম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. আতিকুর রহমান নাজিম (টেলিভিশন) এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আব্দুল হাকিমের (মোমবাতি) কোনও পোস্টার চোখে পড়েনি।