নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর মহিলা কলেজের নবীনবরণ ২০২৪ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। দুপুরে রাজধানীর লক্ষ্মীবাজারে অবস্থিত এ কলেজ নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ (এনডিসি, পিএসসি)। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্বৎসাহী সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।
ড. মনিরুল ইসলাম আখন্দ বলেন, শিক্ষার্থীরা তোমরা দেশের পরিবর্তনে যে অবদান রেখেছ, তা চিরস্মরণীয়। এখন সময় এসেছে দেশ গড়ার। প্রত্যাশা করি, দেশের উন্নয়নে তোমরা তোমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাবে।
ড. রবিউল ইসলাম বলেন, ছাত্রজীবন নিজেকে মানুষ হিসেবে গড়ার সময়। পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের তৈরি করার ভালো সময় এসেছে উল্লেখ করে তাদের সম্ভাবনার উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের ছাত্রীরা নৃত্য ও গানের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এটি সঞ্চালনা করে কলেজ শিক্ষার্থী ফারিয়া আহমেদ ফারহা ও তাসনুবা নাজনীন।
উৎসবমুখর অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
ট্যাগস :
সম্মানিত সভাপতি
জনপ্রিয় সংবাদ