ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটির তিন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

  • আপডেট সময় : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন হাসপাতলে বিনামূল্যে এ রোগের পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঢাকার মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরাবাজার মাতৃসদনে বৃহস্পতিবার থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কার্যক্রম চলবে। বুধবার তিনি বলেন, প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এরপর থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা করা যাবে। অন্যান্য সরকারি ছুটির দিনেও ডেঙ্গু পরীক্ষা কর্নার খোলা থাকবে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গুর যে কোনো পরীক্ষার ফি ৫০ টাকা নির্ধারণ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আগে সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএসওয়ান, আইজিজি এবং আইজিএম পরীক্ষাটি করাতে ১০০ টাকা দিতে হত। এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৮৯ হাজারে। তাদের মধ্যে ৪২৬ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকা দক্ষিণ সিটির তিন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

আপডেট সময় : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন হাসপাতলে বিনামূল্যে এ রোগের পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঢাকার মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরাবাজার মাতৃসদনে বৃহস্পতিবার থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কার্যক্রম চলবে। বুধবার তিনি বলেন, প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এরপর থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা করা যাবে। অন্যান্য সরকারি ছুটির দিনেও ডেঙ্গু পরীক্ষা কর্নার খোলা থাকবে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গুর যে কোনো পরীক্ষার ফি ৫০ টাকা নির্ধারণ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আগে সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএসওয়ান, আইজিজি এবং আইজিএম পরীক্ষাটি করাতে ১০০ টাকা দিতে হত। এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৮৯ হাজারে। তাদের মধ্যে ৪২৬ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড।