ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৩৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের। মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে মির্জাপুরে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা জামুর্কী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার কেশববাড়ি গ্রামের আরিফুল ইসলাম (৩৬) ও হাফিজুর রহমান (৩৫)। এদের মধ্যে আরিফুল ইসলাম এরোস্টোফার্মা কোম্পানী এবং হাফিজুর রহমান প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান, গতকাল শুক্রবার সকালে ঈদের ছুটিতে দুই চাচাতো ভাই মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের ওইস্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনপ্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের। মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে মির্জাপুরে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা জামুর্কী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার কেশববাড়ি গ্রামের আরিফুল ইসলাম (৩৬) ও হাফিজুর রহমান (৩৫)। এদের মধ্যে আরিফুল ইসলাম এরোস্টোফার্মা কোম্পানী এবং হাফিজুর রহমান প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান, গতকাল শুক্রবার সকালে ঈদের ছুটিতে দুই চাচাতো ভাই মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের ওইস্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনপ্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।