নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার (২৮ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। টিআই একেএম শরফুদ্দিন জানান, গতকাল রাতে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহতাবস্থায় সড়কের পাশে পড়েছিলেন ওই ব্যক্তি (৪০-৪৫)। নারায়ণগঞ্জ শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নুর মিয়া তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
জনপ্রিয় সংবাদ