ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

  • আপডেট সময় : ১২:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাবিবুর রহমান তালুকদার (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কয়েদি হাবিবুরকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাহিদুল জানান, আজ সকালের দিকে কয়েদি হাবিবুর রহমান কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। তবে কি মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর কারাকর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

এসি/আপ্র/০৫/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোরআন শরীফ অবমাননার অভিযোগ, নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট সময় : ১২:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাবিবুর রহমান তালুকদার (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কয়েদি হাবিবুরকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাহিদুল জানান, আজ সকালের দিকে কয়েদি হাবিবুর রহমান কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। তবে কি মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর কারাকর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

এসি/আপ্র/০৫/১০/২০২৫