ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ঢাকা ওয়াসার এমডি ১৩ বছরে কত বেতন নিয়েছেন, হিসাব দিতেই হবে :সুপ্রিম কোর্টে

  • আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান গত ১৩ বছর ধরে বেতন-ভাতা, টিএ-ডিএসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাবদ কত টাকা নিয়েছেন, সেই হিসাব দাখিলে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওয়াসা বোর্ডের করা এক আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দেন। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতেও বহাল থাকার ফলে তাকসিম এ খানকে বেতন-ভাতার হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন আইনজীবী। এর আগে গত ১৭ আগস্ট এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ৬০ দিনের মধ্যে ঢাকা ওয়াসা বোর্ডকে এই হিসাব দাখিল করতে নির্দেশ দেয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন তাকসিম এ খান। ওই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন নো অর্ডার দেন।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা রিটটির পক্ষে ১৭ আগস্ট শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। তাকসিম এ খান গত ১৩ বছর ধরে বেতন-ভাতা বাবদ কত টাকা নিয়েছেন সেই হিসাব দাখিলের নির্দেশের পাশাপাশি তাকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে হাইকোর্ট। যতদিন পর্যন্ত তাকসিম এ খানকে অপসারণ করা না হবে, ততদিন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী তার বেতন নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসা ও ওয়াসা বোর্ড এবং তাকসিম এ খানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যৌন হয়রানির শিকার শিক্ষক বরখাস্ত, পদত্যাগ অভিযুক্ত অধ্যক্ষের

ঢাকা ওয়াসার এমডি ১৩ বছরে কত বেতন নিয়েছেন, হিসাব দিতেই হবে :সুপ্রিম কোর্টে

আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান গত ১৩ বছর ধরে বেতন-ভাতা, টিএ-ডিএসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাবদ কত টাকা নিয়েছেন, সেই হিসাব দাখিলে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওয়াসা বোর্ডের করা এক আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দেন। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতেও বহাল থাকার ফলে তাকসিম এ খানকে বেতন-ভাতার হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন আইনজীবী। এর আগে গত ১৭ আগস্ট এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ৬০ দিনের মধ্যে ঢাকা ওয়াসা বোর্ডকে এই হিসাব দাখিল করতে নির্দেশ দেয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন তাকসিম এ খান। ওই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন নো অর্ডার দেন।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা রিটটির পক্ষে ১৭ আগস্ট শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। তাকসিম এ খান গত ১৩ বছর ধরে বেতন-ভাতা বাবদ কত টাকা নিয়েছেন সেই হিসাব দাখিলের নির্দেশের পাশাপাশি তাকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে হাইকোর্ট। যতদিন পর্যন্ত তাকসিম এ খানকে অপসারণ করা না হবে, ততদিন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী তার বেতন নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসা ও ওয়াসা বোর্ড এবং তাকসিম এ খানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।