নিজস্ব প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পর্যন্ত ৪৬.৭৩ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পি পি পি প্রকল্পে সিমেন্ট সরবরাহ করবে বেঙ্গল সিমেন্ট লিমিটেড। প্রকল্পটি বাস্তবায়নে ৮৯৪০ কোটি টাকা ব্যয় হবে। আলোচিত প্রকল্পে সিমেন্ট সরবরাহ করার লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাস্কন খানাবা ও বেঙ্গল সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেছেন। ৪০০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন আধুনিক সভ্যতার, উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের গ্রেড-০১ লো-এলকেলি ক্লিংকারসহ উৎকৃষ্ট কাঁচামাল ব্যবহার করে বেঙ্গল সিমেন্ট উচ্চমানের গ্রেড কংক্রিট পরীক্ষায় মান উন্নীত হয়, যা বেঙ্গল সিমেন্ট লিমিটেডকে নতুন আর এক মাইলফলক এনে দেয় এবং সংযুক্তি হয় আরও এক মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক রুয়ান ওয়েনজুন, আইটিডিবি প্রজেক্ট ব্যবস্থাপক সাকসিথ সুভনাগড়, সিনোহাইড্রোর প্রজেক্ট ব্যবস্থাপক শি শেনঝুই, সহকারি ব্যবস্থাপক ওমর শাহরুক, বেঙ্গল সিমেন্টের চীফ অপারেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানী, মহাব্যবস্থাপক ইঞ্জি: সরোজ কুমার বড়ুয়া, সহ-মহাব্যবস্থাপক জিয়াউল হক ফারহান, উপ-ব্যবস্থাপক হেসেন মোহাম্মদ মুক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাস্কন খানাবা বলেন, আমরা দীর্ঘদিন বেঙ্গল সিমেন্ট লিমিটেডের বিভিন্ন পরীক্ষার পাশাপাশি সি-৩০, সি-৩৫, সি-৪৫ কনক্রিট টেস্ট সন্তোষজনক রেজাল্ট পাই। তাছাড়া তারা সাসেক-১,সাসেক-২, ঢাকা বাইপাস এলিভেটেড এক্রপ্রেসওয়ে ৮ (আট) লাইন আমিন বাজার ব্রীজ, সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প, বি.এস.এম.এম.ইউ সহ বৃহং স্থাপনা নির্মানে সিমেন্ট সরবরাহ করছে।


























