নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চলতি বছরে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে ধারাবাহিক অভিযান চালিয়েছে। এ সময় পর্যন্ত ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদক মামলায় মোট ১৩ হাজার ৯৪২ জনকে গ্রেফতার করেছে। আর এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৯ হাজার ৮২১টি।
গতকাল রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৭২৭ গ্রাম আইস উদ্ধার করা হয়। এছাড়া এলএসডি ২ গ্রাম ১২ মি.গ্রা. ও ৪০ পিস উদ্ধার করা হয়। যা খুব ছোট একটি কাগজের টুকরো সদৃশ মাদকমিশ্রিত বস্তু। ফারুক হোসেন আরও বলেন, উদ্ধার হওয়া অন্য মাদকের মধ্যে রয়েছে- ৩১ লাখ ৬৭ হাজার ৭২৩ পিস ইয়াবা, ৫৮৯৮ কেজি ৬৩ গ্রাম গাঁজা, ৬১ কেজি ৬৬০ গ্রাম হেরোইন, ১০ কেজি আফিম, ৪৪ হাজার ৪২৬ ক্যান বিয়ার, ৪০ হাজার ৫৫৪ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৭৪৬ অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন, ৩ হাজার ৭৪৬ বোতল ও ৫৯.৪০ লিটার বিদেশি মদ, ৬ হাজার ৭১৮ লিটার ২৫০ মি.লি দেশি মদ, ১০ হাজার ৫২১ লিটার চোলাই মদ, ৮ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পাউন্ড সাপের বিষ, ৩ হাজার ৩০০ পিস সিন্ডা ট্যাবলেট, ২৫ কৌটা ড্যান্ডি, ২২ কেজি শিশা ও শিশার স্ট্যান্ড ১৮টি, ২ গ্রাম এমফিটামিন, ১ গ্রাম ৩ মি.গ্রা. ডিএমডি, এমকেডিএল ২২৪ বোতল ও এস্কাফ ১২৯ বোতল।
ঢাকায় ৮ মাসে মাদকসহ গ্রেফতার ১৪ হাজার, মামলা প্রায় ১০ হাজার
জনপ্রিয় সংবাদ