নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। গতকাল বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৭ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ৬ হাজার ২৭৩ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। গতকাল বুধবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১ দশমিক ১৮ শতাংশ বা ১৯ কোটি ৬২ লাখ টাকা কমেছে।
ঢাকায় এদিন ১ হাজার ৬৪৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ টাকা। ডিএসইতে ৪৭ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির এবং কমেছে ১৭৪টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এদিকে চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক কমেছে। এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২০১ দশমিক ৯৭ পয়েন্টে। গতকাল বুধবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বা ৫ কোটি ৬৫ লাখ টাকা কমেছে। মোট ৫৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৭ কোটি ৭৪ লাখ টাকা। সিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
পুঁজিবাজারে নতুন সময়সূচি
এদিকে ঈদুল আজহার কারণে চলমান কঠোর বিধিনিষেধ আটদিনের জন্য শিথিল করেছে সরকার। তবে এরপর আবার দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। এ সময় লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার এবং আগামী রোববার ও সোমবার (১৫, ১৮ ও ১৯ জুলাই) লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এরপরের দুই সপ্তাহ কঠোর বিধিনিষেধের সময় (২৫ জুলাই থেকে ৫ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। গতকাল বুধবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আলোচ্য সময়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে লেনদেন পরিচালনার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে বিএসইসি। এ সময়ে অফিস পরিচালনার ক্ষেত্রে মোট জনবলের ২৫ শতাংশ দিয়ে অফিসের কার্যক্রম চালাতে হবে। কোনক্রমেই সশরীরে ব্রোকারেজ হাউসে এসে লেনদেন করা যাবে না।
ঢাকায় সূচক বাড়লেও কমেছে চট্টগ্রামে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























