নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুর ১৪ নম্বর সেকশনে ময়লার গাড়ির নিচে চাপা পড়েছেন এক মোটর সাইকেলচালক। গুরুতর আহত ওই বাইক আরোহীকে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
গতকাল বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পুলিশ স্টাফ কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাফরুল থানার এসআই ভাস্কর রায়। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে। পুলিশ গিয়ে ওই মোটর সাইকেলচালককে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। এসআই ভাস্কর বলেন, “আমি ডাক্তারদের সাথে কথা বলছি, আহত ব্যক্তির অবস্থা সঙ্কটাপন্ন। তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়ার জন্য বলা হচ্ছে।” প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, মোটর সাইকেলটিকে চাপা দিয়ে ময়লাবাহী গাড়িটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। জনগণ ধাওয়া করে কৃষি ব্যাংক কমপ্লেক্সের সামনে গাড়িসহ চালককে ধরে ফেলে। ময়লার গাড়ির চালক আব্দুস সালামকে (৫০) পুলিশ আটক করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ভাস্কর রায়।
বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর : রাজধানীর বনানীতে বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত রঞ্জু শেখের (৫০) বাড়ি রাজবাড়ী জেলায়, ঢাকার বনানী এলাকায় তিনি নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। বনানী থানার এসআই সামসুর রহমান জানান, গাজীপুরে ছেলের কাছে যাওয়ার জন্য গতকাল বুধবার ভোরে বাসা থেকে বেরিয়েছিলেন রঞ্জু। ভোর সাড়ে ৫টার দিকে বননী কবরস্থান সংলগ্ন এলাকায় তিনি দুর্ঘটনায় পড়েন। এসআই সামসুর বলেন, “ময়মনসিংহগামী একটি বাস বনানী কবরস্থানের বিপরীত দিকে হঠাৎ করে উল্টে যায়। রাস্তায় থাকা রঞ্জু শেখ চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
দুর্ঘটনার সময় বাসটি খালি ছিল, এর চালক পালিয়ে গেছেন বলে জানান এসআই সামসু। রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরোওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকায় ময়লার গাড়িতে চাপা পড়ল বাইকচালক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ