ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ঢাকায় মৃদু তাপপ্রবাহ

  • আপডেট সময় : ১২:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টির পর আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপ অনুভূত হচ্ছে। রোববার রাতে গরমে অতিষ্ঠ ছিলেন ঢাকার নাগরিকেরা। গতকাল সোমবার সকাল থেকেও বয়ে যায় গরম বাতাস।
গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ‘মৃদু তাপপ্রবাহ’ বয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অথচ রোববার ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ এবং পাবনা, রাজশাহী, রাঙামাটি, চাঁদপুর ও মাইজদী কোর্ট এলাকার ওপর দিয়ে ‘মৃদু তাপপ্রবাহ’ বয়ে যাচ্ছে। এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আগামী তিন দিন আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস দুপুরে বলেন, ‘২৬ মে পর্যন্ত দেশে তাপপ্রবাহ থাকবে। মাঝে সামান্য বৃষ্টি হতে পারে।’
এদিকে সোমবার ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুরে সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি, মাদারীপুরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি ও গোপালগঞ্জে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়। এ ছাড়া তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে রাজশাহী (সর্বোচ্চ ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস), খুলনা (সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস) ও বরিশালে (সর্বোচ্চ ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস)।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, বরিশালে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা তুলনামূলকভাবে কম ছিল। আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা ‘মৃদু তাপপ্রবাহ’। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তা ‘মাঝারি তাপপ্রবাহ’। আর তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হলে তা ‘তীব্র তাপপ্রবাহ’ হিসেবে বিবেচিত হয়।
এদিকে তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে বৃষ্টিও। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘বৃষ্টি ধীরে ধীরে কমে আসবে। ১৮ মে থেকে সেটা আরও কমবে।’ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় মৃদু তাপপ্রবাহ

আপডেট সময় : ১২:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টির পর আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপ অনুভূত হচ্ছে। রোববার রাতে গরমে অতিষ্ঠ ছিলেন ঢাকার নাগরিকেরা। গতকাল সোমবার সকাল থেকেও বয়ে যায় গরম বাতাস।
গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ‘মৃদু তাপপ্রবাহ’ বয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অথচ রোববার ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ এবং পাবনা, রাজশাহী, রাঙামাটি, চাঁদপুর ও মাইজদী কোর্ট এলাকার ওপর দিয়ে ‘মৃদু তাপপ্রবাহ’ বয়ে যাচ্ছে। এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আগামী তিন দিন আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস দুপুরে বলেন, ‘২৬ মে পর্যন্ত দেশে তাপপ্রবাহ থাকবে। মাঝে সামান্য বৃষ্টি হতে পারে।’
এদিকে সোমবার ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুরে সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি, মাদারীপুরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি ও গোপালগঞ্জে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়। এ ছাড়া তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে রাজশাহী (সর্বোচ্চ ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস), খুলনা (সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস) ও বরিশালে (সর্বোচ্চ ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস)।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, বরিশালে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা তুলনামূলকভাবে কম ছিল। আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা ‘মৃদু তাপপ্রবাহ’। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তা ‘মাঝারি তাপপ্রবাহ’। আর তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হলে তা ‘তীব্র তাপপ্রবাহ’ হিসেবে বিবেচিত হয়।
এদিকে তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে বৃষ্টিও। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘বৃষ্টি ধীরে ধীরে কমে আসবে। ১৮ মে থেকে সেটা আরও কমবে।’ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।