প্রত্যাশা প্রতিবেদক : রাজধানীতে চলমান মাদকবিরোধী অভিযানে এক দিনে আরও ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব বৃহস্পতিবার জানান, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ৯০৯টি ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। সহকারী কমিশনার আবু তালেব বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে। চলমান এই মাদকবিরোধী অভিযানে বুধবার ৬১ জন এবং তার আগের দিন ৫৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।