ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ঢাকায় মশার উপদ্রবের সঙ্গে বেড়েছে কাউন্সিলরদের নিষ্ক্রিয়তাও

  • আপডেট সময় : ০১:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তাও বেড়েছে বহুগুণ। সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ড কাউন্সিলররা পরিচ্ছন্নতার মতো ক্ষুদ্র কর্মসূচি নিতে ব্যর্থ। তারা শুধু ফটোসেশন ও দখলদারিত্বের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।
গতকাল বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় আয়োজিত এক আলোচনা সভা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ।
‘ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দরকার সমন্বিত উদ্যোগ’ শীর্ষক এই আলোচনা সভায় ডা. মাজেদ বলেন, আমরা জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে তামাশা করা বন্ধ করুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সবাইকে সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করতে হবে। এ সময় সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে। দিন দিন অপরিচ্ছন্ন নগরায়নের ফলে মশা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সঙ্গে নিতে পারলে দ্রুত পরিছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। সেক্ষেত্রে জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমার বার্তা পত্রিকার নিউজ এডিটর রেফাত উল্লাহ সিদ্দিকী, দনিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ঝরনা হোসেন, সমাজসেবক মো. জাকির হোসেন ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় মশার উপদ্রবের সঙ্গে বেড়েছে কাউন্সিলরদের নিষ্ক্রিয়তাও

আপডেট সময় : ০১:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তাও বেড়েছে বহুগুণ। সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ড কাউন্সিলররা পরিচ্ছন্নতার মতো ক্ষুদ্র কর্মসূচি নিতে ব্যর্থ। তারা শুধু ফটোসেশন ও দখলদারিত্বের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।
গতকাল বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় আয়োজিত এক আলোচনা সভা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ।
‘ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দরকার সমন্বিত উদ্যোগ’ শীর্ষক এই আলোচনা সভায় ডা. মাজেদ বলেন, আমরা জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে তামাশা করা বন্ধ করুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সবাইকে সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করতে হবে। এ সময় সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে। দিন দিন অপরিচ্ছন্ন নগরায়নের ফলে মশা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সঙ্গে নিতে পারলে দ্রুত পরিছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। সেক্ষেত্রে জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমার বার্তা পত্রিকার নিউজ এডিটর রেফাত উল্লাহ সিদ্দিকী, দনিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ঝরনা হোসেন, সমাজসেবক মো. জাকির হোসেন ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।