নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল ও চকবাজার এলাকায় পৃথক ঘটনায় ছিনতাই ও চুরি করার সময় গণপিটুনিতে ৭ ছিনতাইকারী ও চোর আহত হয়েছে।
রোববার (৯ মার্চ) যাত্রাবাড়ী থেকে দুপুর পৌনে ২টার দিকে দিকে চার ছিনতাইকারী এবং বেলা সাড়ে ৩টার দিকে মতিঝিল থেকে এক ছিনতাইকারী ও চকবাজার এলাকা থেকে ২ চোরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ।
যাত্রাবাড়ীতে আহত ৪ ছিনতাইকারী হলেন—রফিকুল ইসলাম(৩৬), রিপন মিয়া (৪২), রবিউল ইসলাম (৪০) ও সোহাগ মিয়া (৫৪) । অপরদিকে মতিঝিল এলাকায় আহত ছিনতাইকারী হলেন, মো. তন্ময় (২২)। আরেক ঘটনায় চকবাজার এলাকার গণপিটুনিতে আহত দুই চোর হলেন, অপু (৩৮) ও আল (৪৫)।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা জানান, আহত ওই চারজনই পেশাদার ছিনতাইকারী। আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় জনতা গণধোলাই দেয়। পরে আমরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই চার ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
মতিঝিল থানার -পরিদর্শক (এসআই) সবুর খন্দকার জানান, মতিঝিলের এজিবি কলোনির সামনে দিয়ে রিকশা যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাই করতে গেলে ওই যুবককে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তার চিকিৎসা চলছে।
অপর ঘটনায় চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, চকবাজারের বকশিবাজার মোড়ের পাশে ভ্যান গাড়িতে মাল নিয়ে যাওয়ার সময় কার্টুন কেটে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ওই দুই চোর আহত হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।