ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ঢাকায় পার্লারের হোম সার্ভিস দিতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার নারী

  • আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধানম-িতে বাসায় পার্লারের হোম সার্ভিসের কথা বলে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার রাতে এ ঘটনার পর ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওসিসি থেকে জানানোর পর পুলিশ ভুক্তভোগী নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান ধানম-ি থানার ওসি ইকরাম আলী মিয়া।
অনলাইনে পার্লার সেবা দেওয়া ওই নারীকে নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে জানিয়ে তিনি বলেন, “যে ভবনের ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়েছেন সেটি এখনও শনাক্ত করা যায়নি। আমরা খুঁজছি।“
পুলিশ কর্মকর্তা ইকরাম বলেন, “ওই নারীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় পার্লারের কাজের জন্য একটি ফোন আসে এবং ধানম-ি ২৮ নম্বর সড়কে যেতে বলে। সে অনুযায়ী ঘটনাস্থলে গেলে এক নারী তাকে নিয়ে এক ভবনের দোতালায় যায় এবং সেখানে গিয়ে দেখে ওই নারী ছাড়াও তিন যুবক।”
ওই যুবকরাই তাকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ ওই ভুক্তভোগীর।
ধর্ষণের পর বাসা থেকে বের হয়ে বিষয়টি তার স্বামীকে জানান। পরে তার স্বামী এসে তাকে নিয়ে সাভারের বাসায় চলে যায়। বুধবার সকালে আত্মীয়স্বজনের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে এসে ভর্তি হয় বলে জানান ওসি। ওই নারীর পরিবারের সদস্যদের উদ্ধৃত করে ওই পুলিশ কর্মকর্তা জানান, তার স্বামী একজন উবার চালক। সংসারে বাড়তি আয়ের জন্য তার স্ত্রী পার্লারের কাজ শিখেছে। তিনি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে হোম সার্ভিস দিয়ে আসছিলেন। কোথাও তার পার্লার নেই। ওই নারী অন্ত:সত্ত্বা ছিলেন বলে তার স্বামী পুলিশকে জানিয়েছেন। সাত মাস আগে তাদের বিয়ে হয়। ওসি জানান, ওই নারী কিছুটা সুস্থ হলেই তাকে নিয়ে ভবনটি সনাক্তে তারা বের হবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় পার্লারের হোম সার্ভিস দিতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার নারী

আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধানম-িতে বাসায় পার্লারের হোম সার্ভিসের কথা বলে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার রাতে এ ঘটনার পর ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওসিসি থেকে জানানোর পর পুলিশ ভুক্তভোগী নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান ধানম-ি থানার ওসি ইকরাম আলী মিয়া।
অনলাইনে পার্লার সেবা দেওয়া ওই নারীকে নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে জানিয়ে তিনি বলেন, “যে ভবনের ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়েছেন সেটি এখনও শনাক্ত করা যায়নি। আমরা খুঁজছি।“
পুলিশ কর্মকর্তা ইকরাম বলেন, “ওই নারীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় পার্লারের কাজের জন্য একটি ফোন আসে এবং ধানম-ি ২৮ নম্বর সড়কে যেতে বলে। সে অনুযায়ী ঘটনাস্থলে গেলে এক নারী তাকে নিয়ে এক ভবনের দোতালায় যায় এবং সেখানে গিয়ে দেখে ওই নারী ছাড়াও তিন যুবক।”
ওই যুবকরাই তাকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ ওই ভুক্তভোগীর।
ধর্ষণের পর বাসা থেকে বের হয়ে বিষয়টি তার স্বামীকে জানান। পরে তার স্বামী এসে তাকে নিয়ে সাভারের বাসায় চলে যায়। বুধবার সকালে আত্মীয়স্বজনের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে এসে ভর্তি হয় বলে জানান ওসি। ওই নারীর পরিবারের সদস্যদের উদ্ধৃত করে ওই পুলিশ কর্মকর্তা জানান, তার স্বামী একজন উবার চালক। সংসারে বাড়তি আয়ের জন্য তার স্ত্রী পার্লারের কাজ শিখেছে। তিনি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে হোম সার্ভিস দিয়ে আসছিলেন। কোথাও তার পার্লার নেই। ওই নারী অন্ত:সত্ত্বা ছিলেন বলে তার স্বামী পুলিশকে জানিয়েছেন। সাত মাস আগে তাদের বিয়ে হয়। ওসি জানান, ওই নারী কিছুটা সুস্থ হলেই তাকে নিয়ে ভবনটি সনাক্তে তারা বের হবেন।