ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় দুটি মোশন গ্রাফিকস ল্যাব হচ্ছে

  • আপডেট সময় : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : সনদমুখী নয়, দক্ষতানির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে অত্যাধুনিক মোশন গ্রাফিকস ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরই অংশ হিসেবে ৬ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় একটি এবং আইসিটি টাওয়ারে আরও একটি মোশন গ্রাফিকস এনিমেশন ল্যাব স্থাপন করা হবে, যেখানে সবার একসেস থাকবে। তিনি বলেন, ‘ওই ল্যাবে বসে যেকেউ তার স্বপ্নের গেম তৈরি করতে পারবে।’
গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন প্রকল্পের দক্ষতা উন্নয়নের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পলক বলেন, ‘খনিজসম্পদ নয়, মেধাবী প্রজন্ম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আর উচ্চগতির সুলভ মূল্যের ইন্টারনেট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। এজন্য সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইসিটি বিভাগ তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে।’
তিনি বলেন, ‘বিশ্বমানের গেম তৈরি করে বাংলাদেশের তরুণরা যেনো গেমিং বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সে জন্য আইসিটি বিভাগ হতে সবধরনের সহায়তা করা হবে।’ তিনি জানান, ২০২৫ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় এবং ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি গেমিং ইন্ডাস্ট্রিতে মনোযোগ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ ডেভেলপারদের বিশ্বমানের গেম তৈরির সুযোগ করে দিতে ল্যাবগুলো তৈরি করা হচ্ছে।
আইসিটি বিভাগের অধীনে ‘খোকা’ নামে ১০ পর্বের এনিমেশন ফিল্ম তৈরির কাজ শুরু হয়েছে। ‘মুক্তিযুদ্ধ’ নামে পাবজি ঘরানার একটি গেম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ৫০ মিনিটে বাংলাদেশের ৫০ বছরের ইতিহাস নিয়ে একটি এনিমেশন ফিল্ম তৈরি করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ৪ শতাধিক মোবাইল অ্যাপস অ্যান্ড গেম ডেভেলপারদের মধ্য থেকে ৭০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। এদের মধ্য থেকে অনুষ্ঠানে ৫ জনের হাতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সনদপ্রাপ্তদের মধ্যে সারা দেশে বিভাগীয় ও জেলা পর্যায়ে ৮ হাজার ছেলে এবং ২ হাজার মেয়েকে অ্যাপ ও ডেভেলপমেন্টের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। আইসিটি বিভাগের মোবাইল অ্যাপস অ্যান্ড গেমস প্রকল্পের প্রধান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইডেন কলেজের শিক্ষক আতিকুজ্জামান, জেনেক্স ইনফোসিসের পরিচালক আয়ূবুর রহমান, প্রিন্স মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় দুটি মোশন গ্রাফিকস ল্যাব হচ্ছে

আপডেট সময় : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

প্রযুক্তি ডেস্ক : সনদমুখী নয়, দক্ষতানির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে অত্যাধুনিক মোশন গ্রাফিকস ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরই অংশ হিসেবে ৬ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় একটি এবং আইসিটি টাওয়ারে আরও একটি মোশন গ্রাফিকস এনিমেশন ল্যাব স্থাপন করা হবে, যেখানে সবার একসেস থাকবে। তিনি বলেন, ‘ওই ল্যাবে বসে যেকেউ তার স্বপ্নের গেম তৈরি করতে পারবে।’
গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন প্রকল্পের দক্ষতা উন্নয়নের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পলক বলেন, ‘খনিজসম্পদ নয়, মেধাবী প্রজন্ম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আর উচ্চগতির সুলভ মূল্যের ইন্টারনেট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। এজন্য সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইসিটি বিভাগ তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে।’
তিনি বলেন, ‘বিশ্বমানের গেম তৈরি করে বাংলাদেশের তরুণরা যেনো গেমিং বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সে জন্য আইসিটি বিভাগ হতে সবধরনের সহায়তা করা হবে।’ তিনি জানান, ২০২৫ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় এবং ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি গেমিং ইন্ডাস্ট্রিতে মনোযোগ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ ডেভেলপারদের বিশ্বমানের গেম তৈরির সুযোগ করে দিতে ল্যাবগুলো তৈরি করা হচ্ছে।
আইসিটি বিভাগের অধীনে ‘খোকা’ নামে ১০ পর্বের এনিমেশন ফিল্ম তৈরির কাজ শুরু হয়েছে। ‘মুক্তিযুদ্ধ’ নামে পাবজি ঘরানার একটি গেম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ৫০ মিনিটে বাংলাদেশের ৫০ বছরের ইতিহাস নিয়ে একটি এনিমেশন ফিল্ম তৈরি করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ৪ শতাধিক মোবাইল অ্যাপস অ্যান্ড গেম ডেভেলপারদের মধ্য থেকে ৭০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। এদের মধ্য থেকে অনুষ্ঠানে ৫ জনের হাতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সনদপ্রাপ্তদের মধ্যে সারা দেশে বিভাগীয় ও জেলা পর্যায়ে ৮ হাজার ছেলে এবং ২ হাজার মেয়েকে অ্যাপ ও ডেভেলপমেন্টের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। আইসিটি বিভাগের মোবাইল অ্যাপস অ্যান্ড গেমস প্রকল্পের প্রধান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইডেন কলেজের শিক্ষক আতিকুজ্জামান, জেনেক্স ইনফোসিসের পরিচালক আয়ূবুর রহমান, প্রিন্স মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।