নিজস্ব প্রতিবেদক : আষাঢ়ের তৃতীয় দিনে স্বরূপ ধারণ করেছে বরষা। গতকাল শুক্রবার (১৭ জুন) সকাল থেকেই থেমে থেমে ঝরেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। দুপুর গড়িয়ে বিকাল পড়তেই রাজধানীতে হঠাৎ নেমে আসে অন্ধকার। সড়কে গাড়িগুলোতে জ্বলে ওঠে হেডলাইট। আশপাশের দোকান, শপিংমলে ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও জ্বালাতে হয় বাতি। সবমিলিয়ে দিনেদুপুরেই রাজধানীতে নেমে আসে সন্ধ্যার পরিবেশ। প্রবল বৃষ্টি হয়েছে রাজধানীতে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
নেমেছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম : বর্ষার প্রথম দিন থেকেই রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার তৃতীয় দিনে মুষলধারে বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। তবে বৃষ্টির পানি নিষ্কাশন সংযোগ ভালো না হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা আছে আগে থেকেই। আর সেই আশঙ্কা থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিনসিসি) কর্তৃপক্ষ রাজধানীর ১০টি অঞ্চলে প্রস্তুত রেখেছে ১০টি কুইক রেসপন্স টিম। নগরবাসীদের টিমের সঙ্গে যোগাযোগের জন্য খোলা হয়েছে হটলাইন নম্বর (১৬১০৬)। ডিএনসিসির সূত্র জানিয়েছে, পরিচ্ছন্ন পরিদর্শক, প্রকৌশল বিভাগের সড়ক শ্রমিক, পরিচ্ছন্ন কর্মী ও কার্য-সহকারীরা রয়েছেন এ টিমে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে টিম লিডার ও নির্বাহী প্রকৌশলীকে ডেপুটি টিম লিডার করা হয়েছে।
উত্তর সিটির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন মানিক জানিয়েছেন, প্রতি টিমে আট থেকে ১০ সদস্য নিয়ে কুইক রেসপন্স টিম গঠিত হয়েছে। প্রতিটি টিমের সঙ্গে রয়েছে কোদাল, শাবল এবং পানির সেচ মেশিন। তারা ড্রেনে ময়লা জমলে তা তাৎক্ষণিকভাবে অপসারণ করবে। আশেপাশে কোনও খাদ থাকলে সেচে পানি অপসারণের কাজও করবে টিমটি।’ অঞ্চল-৯ এর টিম লিডার ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত জানিয়েছেন, তার টিম ৩৯ নং ওয়ার্ডে কাজ শুরু করছে। সম্প্রতি মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়ায় ড্রেন নির্মাণ কাজ দেখতে গিয়ে ডিনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ডিএনসিসি এলাকার কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হলে কুইক রেসপন্স টিম তাদের প্রয়োজনীয় সরঞ্জামসহ সেখানে উপস্থিত হয়ে দ্রুত পানি অপসারণ করে জলাবদ্ধতা নিরসন করবে।’
ঢাকায় দিনেদুপুরে নামলো ‘সন্ধ্যা’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ