ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঢাকায় ‘ঝটিকা’ মিছিল করা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ জন গ্রেফতার

  • আপডেট সময় : ০৬:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজাধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ বলছে, তারা আইনশৃঙ্খলা ‘পরিস্থিতি নষ্ট করে’ দেশকে ‘অস্থিতিশীল করার’ চেষ্টায় জড়িত ছিল।

ঢাকা মহানগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোববার (২০ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা নানাভাবে সংবদ্ধ হয়ে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে জনমনে ‘আতঙ্ক সৃষ্টি করছে’।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির আহমদ নির্ঝর (২৮), মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮), শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০), মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদ এম আর রহমান (৫০), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহরিয়ার (৫৮), ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কাঞ্চন (৬৪), ৩৩ নং বংশাল ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮), ঢাকা মহানগর উত্তর ২৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল হাসান রতন (৩৪) এবং উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত পৌনে একটার দিকে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুমকে এবং রাত একটার দিকে মগবাজার এলাকা থেকে হাবিবুল হাসান রতনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম।

অন্যদিকে দুপুর ১টার দিকে মিরপুর-১০ এলাকা থেকে সাব্বির আহমদ নির্ঝরকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। একইদিন সকাল ১০টার দিকে ডিবি-গুলশান বিভাগের একটি টিম উত্তর বাড্ডা এলাকা থেকে রবিন দেওয়ানকে গ্রেফতার করে।

ডিবি-রমনা বিভাগ পৃথক অভিযান চালিয়ে একই দিন দুপুর ১২টার দিকে ফুলবাড়িয়ার আনন্দ বাজার থেকে ইব্রাহিম খলিল ওরফে কালুকে এবং সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে কামরুল আহসান নিশাদকে গ্রেফতার করে। সন্ধ্যা ৭টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবনকে এবং একই দিন রাত আনুমানিক ১২টার দিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওহিদ এম আর রহমানকে গ্রেফতার করে।

এর আগে শনিবার রাত ১২টার দিকে ডিবি-সাইবার বিভাগের একটি টিম মগবাজার এলাকা থেকে শামীম শাহরিয়ার এবং রাত ১২টার দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ী এলাকা থেকে ইলিয়াস কাঞ্চনকে গ্রেফতার করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন মানে ফ্যাসিবাদের জন্ম: আব্দুস সালাম

ঢাকায় ‘ঝটিকা’ মিছিল করা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজাধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ বলছে, তারা আইনশৃঙ্খলা ‘পরিস্থিতি নষ্ট করে’ দেশকে ‘অস্থিতিশীল করার’ চেষ্টায় জড়িত ছিল।

ঢাকা মহানগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোববার (২০ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা নানাভাবে সংবদ্ধ হয়ে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে জনমনে ‘আতঙ্ক সৃষ্টি করছে’।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির আহমদ নির্ঝর (২৮), মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮), শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০), মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদ এম আর রহমান (৫০), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহরিয়ার (৫৮), ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কাঞ্চন (৬৪), ৩৩ নং বংশাল ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮), ঢাকা মহানগর উত্তর ২৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল হাসান রতন (৩৪) এবং উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত পৌনে একটার দিকে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুমকে এবং রাত একটার দিকে মগবাজার এলাকা থেকে হাবিবুল হাসান রতনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম।

অন্যদিকে দুপুর ১টার দিকে মিরপুর-১০ এলাকা থেকে সাব্বির আহমদ নির্ঝরকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। একইদিন সকাল ১০টার দিকে ডিবি-গুলশান বিভাগের একটি টিম উত্তর বাড্ডা এলাকা থেকে রবিন দেওয়ানকে গ্রেফতার করে।

ডিবি-রমনা বিভাগ পৃথক অভিযান চালিয়ে একই দিন দুপুর ১২টার দিকে ফুলবাড়িয়ার আনন্দ বাজার থেকে ইব্রাহিম খলিল ওরফে কালুকে এবং সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে কামরুল আহসান নিশাদকে গ্রেফতার করে। সন্ধ্যা ৭টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবনকে এবং একই দিন রাত আনুমানিক ১২টার দিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওহিদ এম আর রহমানকে গ্রেফতার করে।

এর আগে শনিবার রাত ১২টার দিকে ডিবি-সাইবার বিভাগের একটি টিম মগবাজার এলাকা থেকে শামীম শাহরিয়ার এবং রাত ১২টার দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ী এলাকা থেকে ইলিয়াস কাঞ্চনকে গ্রেফতার করে।